Advertisement
Advertisement

Breaking News

বিক্রি হল বিলাসবহুল কিংফিশার ভিলা, কে কিনলেন জানেন?

বলিউড অভিনেতা কিনে নিলেন সেই বাংলো৷

Kingfisher Villa finally sold, actor Sachiin Joshi picks it up
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 8, 2017 8:29 am
  • Updated:December 16, 2019 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনবার ব্যর্থ হওয়ার পর অবশেষে বিক্রি হল বিজয় মালিয়ার বিখ্যাত কিংফিশার ভিলা৷ কে পেলেন এই প্রাসাদ প্রমাণ বাড়িটি? না, কোনও বিদেশি বিজনেস টাইকুন নন, বলিউড অভিনেতাই কিনে নিলেন ভিলাটি৷ তিনি শচীন জোশী৷

joshi-sachin

Advertisement

[সব ছবিতে ইভটিজিং দিয়েই শুরু হয় রোম্যান্সের দৃশ্য, কটাক্ষ মানেকার]

ভিলাটি নিলামের জন্য ন্যূনতম মূল্য ধার্য হয়েছিল ৭৩ কোটি টাকা৷ শোনা যাচ্ছে, তার থেকে খানিকটা বেশি দাম দিয়েই তা কিনলেন শচীন৷ গোয়ার ক্যান্ডোলিমে অবস্থিত এই সম্পত্তির মালিক ছিলেন লিকার ব্যারন বিজয় মালিয়া৷ কিন্তু দেনার দায়ে হাতছাড়া হয়ে গিয়েছিল এটি৷ শেষমেশ ঋণের অর্থ তোলার জন্য নিলামে তোলা হয় সি-ফেসিং এই বিলাসবহুল ভিলা৷ প্রথমে দাম রাখা হয়েছিল ৮৫.২৯ কোটি টাকা৷ কিন্তু এই মূল্যে কেউই কিনতে আগ্রহ দেখাননি৷ ফলে গত বছর দাম কমিয়ে করা হয় ৮১ কোটি টাকা৷ তবে সেই নিলামেও কোনও ফলাফল বেরোয়নি৷ এ বছর এক ঝটকায় আরও ৮ কোটি দাম কমানো হয়৷ শেষবার গত ৬ মার্চ নিলামে উঠেছিল বাংলো৷ সেবারও ব্যর্থ৷ অবশেষে ব্যাঙ্কের মধ্যস্থতায় বিক্রি করা সম্ভব হল কিংফিশার ভিলা৷ এসবিআই চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য ভিলা বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন৷

একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলোটি একটি ছবি প্রোযোজক কোম্পানি ভাইকিং মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টকে বিক্রি করা হয়েছে৷ যে কোম্পানির মালিক ব্যবসায়ী তথা বলিউড অভিনেতা শচীন জোশী৷ জ্যাকপট, মুম্বই মিরর, বীরাপ্পনের মতো ছবিগুলিতে অভিনয় করতে দেখা গিয়েছে শচীনকে৷ বিলাসবহুল কিংফিশার ভিলার নয়া মালিক এখন তিনিই৷ উল্লেখ্য, ৯০০০ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে ২০১২ সাল থেকে গা-ঢাকা দিয়ে রয়েছেন বিজয় মালিয়া৷

[স্ত্রীকে ক্রিকেট ব্যাট দিয়ে মার, ১৮ মাসের জন্য জেলে পাক ক্রিকেটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement