Advertisement
Advertisement

Breaking News

PM Modi

রাহুল ‘মূর্খের সর্দার’! ভোটপ্রচারে কংগ্রেস নেতাকে তীব্র কটাক্ষ মোদির

১৭ নভেম্বর মধ্যপ্রদেশে শুরু ভোট।

'King of fools', PM Modi's swipe at Rahul Gandhi's 'made in China' phone remark। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 14, 2023 7:46 pm
  • Updated:November 14, 2023 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী মধ্যপ্রদেশে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদির। তাঁকে ‘বোকার রাজা’ বলে তোপ দাগলেন তিনি। কংগ্রেস নেতা সম্প্রতি বলেছিলেন, ভারতের মানুষ ‘মেড ইন চায়না’ ফোনই ব্যবহার করেন। যার পালটা দিতেই মোদির এই তোপ। তবে রাহুলের নাম নেননি তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, ভারত আজ মোবাইল ফোন নির্মাণে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন শুরু। তার আগে এদিনই ছিল মোদির ভোটপ্রচারের শেষ দিন। জনসভার বিপুল লোক সমাগম নিয়ে মোদির দাবি, এই ভিড়ই প্রমাণ করছে রাজ্যে কীভাবে নিরঙ্কুশ জয় পাবে গেরুয়া শিবির। এর পরই রাহুলের (Rahul Gandhi) প্রসঙ্গ উঠে আসে তাঁর মুখে।

Advertisement

[আরও পড়ুন: মিজোরাম পুলিশের কাছে আত্মসমর্পণ মায়ানমার সেনার জওয়ানদের!]

তিনি বলেন, ”কংগ্রেসের (Congress) এক মহাজ্ঞানী বলেছেন, ভারতের লোক নাকি ‘মেড ইন চায়না’ ফোন ব্যবহার করেন। বোকার রাজা! কোন জগতে এঁরা বাস করেন। দেশের উন্নতি দেখতে না পাওয়াই ওঁদের অসুখ। ভারত আজ মোবাইল ফোন নির্মাণে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। আসলে কংগ্রেস নেতারা জানেনই না, মানুষকে কী বলবেন। কংগ্রেস মেনে নিয়েছে, তাদের মিথ্যা প্রতিশ্রুতি মোদির (PM Modi) গ্যারান্টির সামনে টিকতেই পারবে না।”

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের নির্বাচনের আগে বার বার আক্রমণাত্মক মেজাজেই দেখা গিয়েছে মোদিকে। তাঁকে বলতে শোনা গিয়েছে, “কংগ্রেস আয়ি, তাবাহি লায়ি।” অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় এলে মধ্যপ্রদেশে ধ্বংস নেমে আসবে। পরিবারতন্ত্রের অভিযোগ নিয়েও কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি। কংগ্রেস নেতারা নিজের ছেলেদের সেটিং করতে গিয়ে আসলে মধ্যপ্রদেশকে আপসেট করে দিচ্ছেন, এমন খোঁচাও মারতে দেখা গিয়েছে তাঁকে। সেই ধারা অব্যাহত রেখে এবার রাহুলকে আক্রমণের রাস্তায় হাঁটলেন মোদি।

[আরও পড়ুন: সেমিফাইনালের মুম্বই কালোবাজারির আখড়া! আড়াই লক্ষ টাকায় বিকোচ্ছে ১টি টিকিট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement