Advertisement
Advertisement

Breaking News

নতুন নোট নেই, অগত্যা পুরনো নোটেই মুক্তিপণ চাইল অপহরণকারীরা

বোঝো কাণ্ড!

Kidnappers demand Rs 20 lakh as boy's ransom, say ‘OK’ to old notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 6:19 pm
  • Updated:November 23, 2016 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কালো টাকার রমরমা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক ইতিমধ্যেই ঘুমে কেড়েছে কালো টাকা মজুতকারীদের৷ পাশাপাশি খুচরো সমস্যাতেও জেরবার হচ্ছে সাধারণ মানুষ৷ এমন অবস্থায় প্রশাসন এবং আয়কর দফতরের হাত থেকে বাঁচতে যখন কেউ কেউ ৫০০ ও ১০০০ টাকার নোট থেকে যে কোনও উপায়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, সেই সময়ই পুরনো বাতিল টাকাই মুক্তিপণ হিসাবে দাবি করে কর্নাটকের একদল দুষ্কৃতি৷

কর্নাটকের দেবকুমারকে টিউশন ক্লাস যাওয়ার পথে অপহরণ করে তিন দুষ্কৃতি৷ দেবকুমারের মুক্তিপণ হিসাবে তাঁর বাবা-মা’র কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করে তারা৷ এই অবস্থায় একদিকে যখন টাকার অভাবে নাকাল আম আদমি, তখন ২০ লক্ষ নতুন টাকা মুক্তিপণ হিসাবে দেওয়া দেবকুমারের মা-বাবার পক্ষে সম্ভব ছিল না৷ পুরনো নোটে তাঁরা সেই মুক্তিপণ দিতে চাইলে রাজি হয়ে যায় দুষ্কৃতিরা৷ যদিও পুলিশের তৎপরতায় দেবকুমারকে উদ্ধার করে পুলিশ৷ অপহরণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ জেরায় তারা জানিয়েছে, ঋণ শোধ করার জন্যই এই কাজ করেছিল তারা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement