সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান (Rajasthan) থেকে অপহৃত দুই মুসলিম যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হরিয়ানায়। ভিওয়ানি জেলার এক গোশালা থেকে তাঁদের অগ্নিদগ্ধ দেহ মিলেছে। যদিও প্রাথমিকভাবে তাঁদের চিহ্নিত করা সম্ভব হয়নি। রক্তের দাগ আর অগ্নিদগ্ধ দেহের ফরেনসিক পরীক্ষার পর দুই যুবককে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। মৃতদের পরিবারের অভিযোগ, বজরং দল দু’জনকে পিটিয়ে খুন করেছে।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল রাজস্থানের জুনেইদ ও নাসির। পরিবারের অভিযোগ ছিল, একটি চারচাকা গাড়িতে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগের আঙুল উঠেছে বজরং দলের দিকে। তদন্তে নেমে হরিয়ানায় ক্যাম্প করে রাজস্থান পুলিশ। সেখানকার একটি গোশালা থেকে একটি পোড়া গাড়ি উদ্ধার করে তারা। গাড়ির ভিতর দুই অগ্নিদগ্ধের লাশও মিলেছিল। কিন্তু পুড়ে যাওয়ার ফলে দেহ দু’টির অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাদের চিহ্নিত করা সম্ভব হচ্ছিল না। রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করতেই জানা যায় মৃত দুই যুবক জুনেইদ ও নাসির।
মৃতদের পরিবারের অভিযোগ, দুজনকে পিটিয়ে খুন করেছে বজরং দলের সমর্থকরা। দেহ উদ্ধার প্রসঙ্গে ভরতপুর রেঞ্জের আইজি গৌরব শ্রীবাস্তব বলেন, “ফরেনসিক পরীক্ষায় জানা গিয়েছে এসইউভি থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনা ও দেহ নাসির ও জুনেইদের। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনা ও মৃতদের পরিবারের রক্তের নমুনা মিলিয়ে দেখা হয়েছে।” হরিয়ানা পুলিশের সঙ্গে যৌথভাবে অপরাধীদের শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে রাজস্থান পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.