সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানহানির মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। যার জেরে সাংসদ পদও খুইয়েছেন কংগ্রেস নেতা। শুধু তাই নয়, জনপ্রতিনিধি আইন অনুযায়ী মোট ৮ (২ বছর জেল, পরে আরও ৬) বছর সম্ভবত ভোটেও লড়তে পারবেন না তিনি। আর এই আলোচনার মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল বিজেপি নেত্রী খুশবু সুন্দরের একটি পুরনো টুইট। কংগ্রেসে থাকাকালীন তিনিও একহাত নিয়েছিলেন ‘মোদি’ পদবিধারীদের।
রাহুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের সব মোদি পদবিধারীর ভাবাবেগে আঘাত করেছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) টার্গেট করতে গিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন রাহুল। প্রচার চলাকালীন তৎকালীন কংগ্রেস (Congress) সভাপতি কর্ণাটকের কোলারের এক সভায় ছড়া কেটে বলেছিলেন, “নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকের নামেই মোদি আছে কেন? সব চোরেদের নামেই মোদি কেন থাকে?” এই মন্তব্যের জন্যই একের পর এক শাস্তির সম্মুখীন হতে হচ্ছে রাহুলকে। আর এরই মধ্যে ভাইরাল হল খুশবু সুন্দরের ২০১৮ সালে করা একটি টুইট।
मोदी जी @narendramodi क्या आप @khushsundar पर भी मान हानि का मुक़दमा मोदी नाम वाले अपने किसी शिष्य से दायर करवाएँगे? अब तो वे @BJP4India की सदस्य हैं। देखते हैं। धन्यवाद @zoo_bear @INCIndia @RahulGandhi https://t.co/qIibuycY6n
— digvijaya singh (@digvijaya_28) March 25, 2023
সেই সময় কংগ্রেস নেত্রী হিসেবে অভিনেত্রী-রাজনীতিবিদ লিখেছিলেন, “এখানে মোদি, ওখানে মোদি। যেখানে দেখো সেখানেই মোদি। কিন্তু এ কী, প্রত্যেক মোদির আগেই দুর্নীতি পদবি লেগে আছে। মোদি মানেই দুর্নীতি। চলুন মোদির অর্থ বদলে দুর্নীতি রাখা যাক। সেটাই ভাল শোনায়। নীরব, ললিত, নমো ও দুর্নীতি সমার্থক।” এভাবেই মোদি সরকারকে খোঁচা দিয়েছিলেন তিনি। বর্তমানে সেই টুইটের স্ক্রিনশটই তুলে ধরেছেন কংগ্রেস নেতারা। প্রশ্ন তুলেছেন, খুশবু সুন্দরের বিরুদ্ধে কি মামলা করবেন গুজরাটের মন্ত্রী পূর্ণেশ মোদি? যিনি রাহুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। খুশবু অবশ্য স্পষ্ট বলে দিচ্ছেন, নিজের পুরনো মন্তব্যের জন্য তিনি একেবারে লজ্জিত নন। ওই টুইট তিনি উপরতলার কংগ্রেস নেতাদের নির্দেশ পেয়ে করেছিলেন। কংগ্রেস এখন মরিয়া। তাই তাঁর পুরনো টুইট নিয়ে ঘাটাঘাটি করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.