Advertisement
Advertisement

Breaking News

Kanchenjunga Express

‘আপনি না আপনার রেলমন্ত্রী, কে দায়ী?’, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মোদিকে প্রশ্ন খাড়গের

কেন রেলে ৩ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন খাড়গে।

Kharge questions Modi on Kanchenjunga Express accident
Published by: Biswadip Dey
  • Posted:June 19, 2024 11:23 am
  • Updated:June 19, 2024 11:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchenjunga Express) ভয়ানক দুর্ঘটনা নিয়ে মোদি সরকারের দিকে সাতটি প্রশ্ন ছুড়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দুর্ঘটনাটিকে ‘অপরাধমূলক গাফিলতি’ হিসাবে বর্ণনা করেছেন তিনি। ভারতীয় রেল কর্তৃপক্ষের ভূমিকার দিকে প্রশ্ন তুলেছেন তিনি। খাড়গের প্রশ্ন, বালেশ্বরের দুর্ঘটনার পরও ট্রেন সংঘর্ষ রোধী কবচ প্রযুক্তি এক কিমি লাইনেও বসানো হয়নি।

গত এক দশক ধরে কেন রেলে ৩ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন খাড়গে। এনসিআরবি রিপোর্টের কথা উল্লেখ করে খাড়গে বলেন, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনায়। এক্স হ্যান্ডেলে খাড়গে (Mallikarjun Kharge) বলেছেন, ‘রেলওয়ে বোর্ড স্বীকার করেছে ভয়ংকরতম কর্মী সংকোচনের কথা। যার ফলে ট্রেনের চালকের সংখ্যা দিনদিন কমে এসেছে। এই কারণে অতিরিক্ত ডিউটি করতে হয় তাঁদের এবং দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধিও এর অন্যতম কারণ। তাহলে কেন এইসব পদে এতদিন ধরে লোক নিয়োগ করা হয়নি?’

Advertisement

[আরও পড়ুন: গ্রামের দখল কার হাতে? লাগাতার বোমাবাজি, গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পাড়ুই]

যাত্রী সুরক্ষার জন্য গঠিত কমিশন অফ রেলওয়ে সেফটি বোর্ডকে বেশ কিছু সুপারিশ করেছিল। যা কার্যকর না করে বোর্ড গাফিলতি করেছে। একথা সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টেও সমালোচিত হয়েছে। তাহলে কেন রেল সুরক্ষা কমিশনকে এতদিনে শক্তিশালী করা হল না, সেই প্রশ্নও তুলেছেন খাড়গে। তিনি প্রশ্ন তোলেন, ‘রাষ্ট্রীয় রেলসুরক্ষা কোষের তহবিল বন্ধ করা হল কেন? এই টাকা অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে। রেলের অফিসাররা অপ্রয়োজনীয় খাতে এবং বিলাসবহুল সুবিধাভোগে এই টাকা অপচয় করছেন কেন?’ তিনি আরও অভিযোগ করে বলেন, স্লিপার ক্লাসের ভাড়া উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, স্লিপার কোচের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে একটি কামরায় এত ভিড় বাড়ছে। টিকিট বাতিল করা হচ্ছে। রেলমন্ত্রী সম্প্রতি বলেছেন, অতিরিক্ত যাত্রীদের নামাতে পুলিশ ব্যবহার করা হবে। কিন্তু, উনি কি জানেন গতবছর ২.৭০ কোটি মানুষ স্লিপার কোচে জায়গা না পেয়ে টিকিট বাতিল করেছিলেন। এটাই কি মোদি সরকারের নীতি?’

খাড়গে আরও বলেন, ‘যখনই কোনও ট্রেন দুর্ঘটনা হয়, তখন মোদির রেলমন্ত্রী সেখানে পৌঁছে যান। কারণ ক্যামেরা তাঁর আগে আগে যায়। দুর্ঘটনাস্থলে গিয়েই এমন ভাব করেন যে, সবকিছু ঠিক আছে। কিন্তু, মোদি, আপনি বলুন এই দুর্ঘটনার জন্য আপনি না আপনার রেলমন্ত্রী, কে দায়ী?’ এ ভাবেই গোটা সাতেক প্রশ্নবাণ মোদি সরকারের প্রতি দেগে দিয়েছেন কংগ্রেস সভাপতি!

[আরও পড়ুন: খাবার নেই, জলও শেষ! বীরভূমের ২৮ পড়ুয়া আটকে ধস কবলিত সিকিমে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement