Advertisement
Advertisement

‘ওরা একজন বিধায়ককে কিনলে আমরা ১০ জনকে কিনব’, হুমকি কংগ্রেস নেতার

গোয়াতেও বিজেপি বিধায়কদের ভাঙানোর অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে।

Kharge on alleged poaching bid
Published by: Subhajit Mandal
  • Posted:January 27, 2019 5:34 pm
  • Updated:January 27, 2019 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে ফের অপারেশন লোটাসে সক্রিয় হয়েছে বিজেপি। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর কংগ্রেস বিধায়করা ফিরে এলেও সরকার পতনের আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না কং শিবিরকে। কিন্তু, এবার বিজেপিকে পালটা আক্রমণের পথে হাঁটল কংগ্রেস। তারা বলছে, “আমাদের একজন বিধায়ককে নিয়ে গেলে, আমরা দশজনকে নিয়ে আসব।”

[স্বামী বিবেকানন্দকে ভারতরত্ন দেওয়া হোক, দাবি বাবা রামদেবের]

কংগ্রেসের অভিযোগ এখনও কংগ্রেস এবং জেডি(এস) বিধায়কদের ফোন করে নানারকম প্রলোভন দেখানো হচ্ছে। একই সুর মুখ্যমন্ত্রী কুমারস্বামীর গলায়। তিনি বলেন, ” বিজেপি এখনও জেডি(এস) বিধায়কদের ফোন করে নানারকম প্রলোভন দিচ্ছে। বিধায়কদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই দলের এক বিধায়ক আমাকে একথা জানিয়েছেন। বিজেপি ওই বিধায়ককে ফোন করে মোটা টাকার উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছে। কোথায় টাকা পৌঁছে দিলে ভাল হবে জানতে চেয়েছে। আর সেই টাকার অঙ্কটা শুনলে আপনারাও চমকে যাবেন।” মুখ্যমন্ত্রীর বয়ানে স্পষ্ট সরকার বাঁচানো নিয়ে বেশ চাপে রয়েছে কর্ণাটকের জোট সরকার। এই পরিস্থিতিতে পালটা আক্রমণের রাস্তা নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

Advertisement

[‘সুপ্রিম কোর্ট না পারলে ২৪ ঘণ্টাতেই মেটাব মন্দির ইস্যু’, বার্তা যোগীর]

খাড়গের দাবি, বিজেপি যদি একজন বিধায়ককে দল ভাঙিয়ে নিয়ে যায় তাহলে কংগ্রেস বিজেপির দশজন বিধায়ককে ভাঙিয়ে আনবে। তিনি জানিয়েছেন, বিজেপি-আরএসএস হাজারো চেষ্টা করেও তাদের দল ভাঙাতে পারবে না। খাড়গের বক্তব্য, ‘‘আরএসএসের সঙ্গে মিলে বিজেপি কর্ণাটক সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা সেটা হতে দেব না। আমাদের মন্ত্রীরা শক্ত হাতে লড়াই করছেন। যদি, আমাদের কোনও বিধায়ক ওদের দলে যোগ দেন, তাহলে আমাদের শিবিরে যোগ দেবেন ওদের দশজন বিধায়ক।’’ স্বাভাবিকভাবেই খাড়গের বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তবে কী কংগ্রেসও এবার প্রকাশ্যে ঘোড়া কেনাবেচা শুরু করছে, প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। শুধু কর্ণাটকে নয়, গোয়াতেও নাকি কংগ্রেস, বিজেপি তথা নির্দল বিধায়কদের ভাঙিয়ে বিজেপির সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement