সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির প্রগতি ময়দানে উড়তে থাকা তেরঙ্গাকে সরিয়ে ওড়ানো হবে খলিস্তানি পতাকা। এমনই হুমকি দিল খলিস্তানি (Khlaistan) সমর্থকরা। অমৃতপাল সিং (Amritpal Singh) এখনও অধরা। অনেক খুঁজেও তাঁকে পাওয়া যায়নি এখনও। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এমন হুমকির অডিও।
এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে দিল্লি পুলিশ একটি মামলা রুজু করেছে। তাঁর অভিযোগ, তাঁর ফোনে একটি রেকর্ডিং পেয়েছেন তিনি। সেখানে এমনই হুমকি দেওয়া হয়েছে। মুম্বই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরই তিনি পুলিশের দ্বারস্থ হন। দিল্লি পুলিশের স্পেশাল সেল বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এমন অডিওকে। আগামী সেপ্টেম্বরেই প্রহতি ময়দানে জি২০ বৈঠক রয়েছে। তার আগে এই ধরনের হুমকিতে পরিষ্কার, ওই এলাকাকে এখন থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। অডিও ফাইলটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে কটু ভাষা প্রয়োগ করা হয়েছে।
এদিকে দিল্লিতে চিরুনি তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ ও পাঞ্জাব পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, অমৃতপাল ও তাঁর সঙ্গী পাপলপ্রীত সিং রাজধানীতে গা-ঢাকা দিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকে গ্রেপ্তার করতে মরিয়া প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.