Advertisement
Advertisement

Breaking News

Bhagwant Mann

সাধারণতন্ত্র দিবসই শেষ দিন! এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি পান্নুনের

মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নিরাপত্তা বাড়াল পুলিশ।

Khalistani terrorist Pannun’s death threat to Punjab CM | Sangbad Pratidin

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:January 16, 2024 12:59 pm
  • Updated:January 16, 2024 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে (CM Bhagwant Mann) খুনের হুমকি খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun)। মঙ্গলবার পান্নুন হুমকি দেয়, আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে হত্যা করা হবে আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। পাশাপাশি রাজ্যের পুলিশ প্রধানকেও খুনের হুমকি দিয়েছে পান্নুন। হুমকির পরেই মুখ্যমন্ত্রী এবং পুলিশকর্তার নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। অতিরিক্ত সতর্কতা জারি করেছে পাঞ্জাব পুলিশ।

গত এক বছরে একের পর এক নাশকতার হুমকি দিচ্ছে পান্নুন। চলতি মাসের শুরুতেই বম্বে স্টক এক্সচেঞ্জে হামলা হবে বলে জানায় সে। গত বছরের ডিসেম্বর মাসে সংসদ হামলারও হুমকি দেয় পান্নুন। এবার খোদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে হত্যার হুমকি পান্নুনের। পাশাপাশি পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদবকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসই হবে ওঁদের জীবনের শেষ দিন। এর পরেই বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ।

Advertisement

 

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে হামলার ‘ষড়ভুজ’ ছক জঙ্গিদের! পাক সীমান্তে বিশেষ অপারেশন চালাচ্ছে BSF]

অন্যদিকে আমেরিকার মাটিতে খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র গ্রেপ্তার করা হয়েছে নিখিল গুপ্তা নামের এক ভারতীয় নাগরিক! মার্কিন বিচার বিভাগের তরফে এই অভিযোগ আনা হয়েছে। কয়েকদিন আগেই এক মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছিল, মার্কিন মুলুকে খলিস্তানি নেতাকে খুনের ছক কষছে ভারত। এই বিষয়ে দিল্লির তরফে জানানো হয়েছে, গোটা ঘটনাবলি খতিয়ে দেখা হচ্ছে।

 

[আরও পড়ুন: নিরাপত্তায় মুড়েছে অযোধ‌্যা, রামমন্দির উদ্বোধনের জন্য প্রস্তুত যোগী রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement