Advertisement
Advertisement

Breaking News

পাঠানকোটের কায়দায় পাঞ্জাবে হামলার ছক খলিস্তানি জঙ্গিদের

পাঠানকোটের কায়দাতেই ফের জঙ্গি হামলা হতে পারে পাঞ্জাবে৷ এবার নাশকতার ছক কষছে খলিস্তানি জঙ্গিরা৷

Khalistan-terror-camp-in-Canada-plotting-attacks-in-Punjab
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 1:58 pm
  • Updated:May 30, 2016 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক পাঠানকোটের কায়দাতেই ফের জঙ্গি হামলা হতে পারে পাঞ্জাবে৷ এবার নাশকতার ছক কষছে খলিস্তানি জঙ্গিরা৷ গোপন সূত্রে এ খবর পেয়ে কানাডা সরকারের কাছে ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে ভারত৷

মাস ছয়েক আগেই পাঠানকোটে জঙ্গি হামলা চালিয়েছিল পাকিস্তান৷ তার রেশ মিটতে না মিটতেই ফের একটা হামলার পরিকল্পনা পেল পাঞ্জাব ইন্টেলিজেন্স ব্যুরো৷ জানা গিয়েছে, এই হামলার ছক কষছে হরদীপ নিজ্জর নামে এক শিখ জঙ্গি৷ ‘খলিস্তান টেররিস্ট ফোর্স’ এই অপারেশনের দায়িত্ব দিয়েছে তার কাঁধেই৷ শিখদেরই গোষ্ঠীবদ্ধ করে পাঞ্জাবে আক্রমণের পরিকল্পনা করেছে হরদীপ৷ গোপন সূত্রে আরও জানা যাচ্ছে, পাকিস্তান থেকে অস্ত্র নিয়েই হামলা করতে চায় নিজ্জর ও তার গোষ্ঠী৷ তবে সীমান্তে কড়া নিরাপত্তার কারণেই সম্ভবত পর্যাপ্ত অস্ত্র হাতে পায়নি এই জঙ্গিদল৷

Advertisement

১৯৯৫ সাল থেকে কানাডাতেই থাকে হরদীপ৷ ২০০৭-এ লুধিয়ানা বিস্ফোরণের পিছনেও তার হাত ছিল৷ ভারতের ‘ওয়ান্টেড’ জঙ্গিদের তালিকায় তখন থেকেই আছে হরদীপ৷ শিখদের সঙ্ঘবদ্ধ করেই পাঞ্জাবে নাশকতার পরিকল্পনা তার৷ পাকিস্তানে হরদীপের যাতায়াত আছে বলেও খবর পাওয়া গিয়েছে৷ খলিস্তান টেররিস্ট ফোর্সের প্রাক্তন প্রধানের মৃত্যুর পর হরদীপ সেই দায়িত্ব নেয়৷ বন্দুক চালানোর প্রশিক্ষণ দিয়ে জঙ্গিদের হামলার জন্য তৈরি করেছে সে৷ খুব শিগগিরিই পাঞ্জাবে আক্রমণ শানাতে পারত হরদীপ৷

খবর পাওয়া মাত্রই কানাডা সরকারকে এ কথা জানিয়েছে ভারত৷ হামলা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কানাডাকে অনুরোধ করা হয়েছে৷ প্রতিরক্ষা স্তরেও নেওয়া হয়েছে সবরকমের সতর্কতা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement