Advertisement
Advertisement

Breaking News

Iran

মোদি গ্যারান্টি! ইরানের আতিথেয়তায় মুগ্ধ ইজরায়েলি জাহাজের ‘বন্দি’ ভারতীয়রা

দ্রুতই দেশে ফিরবেন সকল ভারতীয় নাবিকরা, আশ্বাস ইরানের।

Kerala woman happy with Iran attitude towards captured crew

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 19, 2024 9:17 am
  • Updated:April 19, 2024 9:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের (Iran) ‘আতিথেয়তা’য় মুগ্ধ বন্দি ভারতীয় নাবিকরা। ৫ দিন বন্দি থাকার পরে দেশে ফিরে এই কথাই জানালেন অ্যান টেসা জোসেফ। বৃহস্পতিবারই দেশে ফিরেছেন তিনি। তার পরেই ‘বন্ধু’ ইরানের প্রশংসা শোনা গেল তাঁর মুখে।

গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইজরায়েলি (Israel) জাহাজকে আটক করে ইরানের বিশেষ বাহিনী ‘রেভোলি‌উশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’। ওই জাহাজের ২৫ জন নাবিকের মধ্যে ১৭ জনই ভারতীয়। ইরানের হাতে আটক হন তাঁরাও। তবে নাবিকদের আটক হওয়ার খবর পেয়েই তাঁদের উদ্ধার করতে সক্রিয় হয় ভারতের বিদেশমন্ত্রক। তেহরানের সঙ্গে যোগাযোগ করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)।

Advertisement

[আরও পড়ুন: শুরু পালটা মার! ইরানে মিসাইল হামলা ইজরায়েলের, নিশানায় পরমাণু কেন্দ্র?]

মাত্র ৫ দিনের মাথাতেই প্রথম ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। বৃহস্পতিবার কেরলের কোট্টায়মে নিজের বাড়িতে ফিরেছেন টেসা। তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ইরান আমাদের জাহাজটা বন্দি করেছিল ঠিকই, কিন্তু নাবিকদের সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করা হয়েছে। খাওয়াদাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। ঠিক সময়ে খেয়ে আবার কেবিনে ফিরে যেতাম। নাবিকদের কোনও ক্ষতি করতে চায়নি ইরানের আধিকারিকরা।”

আটক নাবিকরা যেন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই ব্যবস্থাও করেছিল ইরান। তবে একমাত্র মহিলা নাবিক বলে টেসাকে সবার আগে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। আবহাওয়ার উন্নতি হলে জাহাজপথে বাকি নাবিকদের ভারতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। টেসার কথায়, “আমরা জানতাম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এভাবে জাহাজ আটক করা হবে ভাবতে পারিনি।” তবে এমন অভিজ্ঞতার পরেও দমে যাননি টেসা। আগামী দিনে আবারও জাহাজ নিয়ে বেরিয়ে পড়বেন সমুদ্রের বুকে।

[আরও পড়ুন: ‘শুরু হোক ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ’, প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রোহিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement