Advertisement
Advertisement

Breaking News

Kerala

স্বামীর সঙ্গে ঝামেলার জের, সৎ মেয়ের নগ্ন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট মায়ের!

অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা করল পুলিশ।

Kerala Woman booked under POCSO for obscene social media post of stepdaughter | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:September 21, 2023 5:43 pm
  • Updated:September 21, 2023 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর সঙ্গে ঝামেলার জেরে সৎ মেয়ের নগ্ন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠল কেরলের (Kerala) এক মহিলার বিরুদ্ধে। বছর এগারোর সৎ মেয়ের আপত্তিকর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা হয়েছে মহিলার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ইদুক্কি জেলার থোরুপুজ্জা এলাকার। ৬ মাসের সন্তান রয়েছে ২০ বছরের ওই মহিলার। নিজের মেয়েকে নিয়ে সম্প্রতি বছর চুয়াল্লিশের স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল তাঁর। অভিযোগ, এর পরেই সৎ মেয়েকে নিয়ে সোশাল মিডিয়া আপত্তিকর পোস্ট করেন তিনি। এমনকী বালিকার নগ্ন ছবি পোস্ট করেন বলেও অভিযোগ। নাবালিকার ঠাকুমার চোখে পড়ে ওই পোস্ট। ছেলেকে ঘটনার কথা জানান তিনি। এর পর বাড়িতে তুমুল অশান্তি হয়।

Advertisement

 

[আরও পড়ুন: আদিবাসীকে চটি খুলে বেদম মার! বিতর্কের মুখে অভিযুক্ত নেতাকে বহিষ্কার বিজেপির]

পরে নাবালিকার ঠাকুমা স্থানীয় থোরুপুজ্জা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, স্বামীর সঙ্গে ঝগড়ার পর মেজাজ হারিয়ে এই কাজ করে ফেলেছেন। ইতিমধ্যে পকসো এবং তথ্যপ্রযুক্তি আইনি মামলা হয়েছে মহিলার বিরুদ্ধে। যদিও দুধের শিশু থাকায় তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ। তবে স্থানীয় থানার এক পুলিশকর্তা জানিয়েছেন, দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মহিলার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

[আরও পড়ুন: কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে হুক্কাবার! ২১ বছরের আগে সিগারেট টানলেই কঠিন সাজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement