আনলক ফোরেও (Unlock 4) দেশজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখীই। ভারতে আক্রান্ত ৩৯ লক্ষ ৩৬ হাজার ৭৪৮ জন। মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৪৭২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৭১,৬৮১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৯৪ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১.১২: কেরলে গত ২৪ ঘণ্টায় সুস্থতায় রেকর্ড। কোভিডকে হারিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭১৬ জন।
রাত ১০.৫০: হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ। আক্রান্ত হলেন ৬৬ জন।
Himachal Pradesh records 66 new #COVID19 positive cases, in the last 24 hours, taking the total positive cases in the state to 6,830 including 1,815 active cases, 4,920 recoveries and 48 deaths: State Health Department pic.twitter.com/PsSfaGSZM0
— ANI (@ANI) September 4, 2020
রাত ১০.১৬: গোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৮৬৩ জন।
#COVID19 positive cases in Goa rise to 19,863 including 4,896 active cases, 14,747 recovered cases and 220 deaths: State Health Department pic.twitter.com/8o8cRHg7yr
— ANI (@ANI) September 4, 2020
রাত ৯.৩৬: মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নানা পাটোলে করোনা আক্রান্ত।
রাত ৯.৩২: মহারাষ্ট্রে আক্রান্ত আরও ১৯,২১৮ জন। মৃত্যু হয়েছে ৩৭৮ জনের।
378 deaths and 19,218 new cases detected in the state today. The total number of positive cases in the state is 8,63,062 including 6,25,773 recovered patients, 2,10,978 active cases and 25,964 deaths: Maharashtra Health Department pic.twitter.com/GRU8kcXytI
— ANI (@ANI) September 4, 2020
রাত ৯. ২০: গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে করোনায় আক্রান্ত ১৬৫৮ জন। মৃত্যু হয়েছে আরও ৩০ জনের।
1,658 new COVID-19 cases and 30 deaths reported in Madhya Pradesh in the last 24 hours, taking active cases to 15,474, recoveries to 53,257and death toll to 1,513: State Health Department pic.twitter.com/FWM0IAgKFT
— ANI (@ANI) September 4, 2020
রাত ৮. ২০: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হলেন ২৯৭৮ জন। মৃত্যু হল ৫৮ জনের।
সন্ধে ৭. ৪৫: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৭৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৬ জনের।
Andhra Pradesh reported 10,776 new coronavirus cases, 12,334 recoveries and 76 deaths in the last 24 hours, taking total cases to 4,76,506 including 3,70,163 recoveries and 4,276 deaths. Number of active cases stands at 1,02,067: State Health Department pic.twitter.com/az37xZYadA
— ANI (@ANI) September 4, 2020
সন্ধে ৭. ০৫: তামিলনাড়ুতে আক্রান্ত হলেন ৫,৯৭৬। নতুন করে মারা গিয়েছেন আরও ৭৯ জন। তবে ৬ হাজার ৩৩৪ সুস্থও হয়েছেন।
Tamil Nadu reported 5,976 new COVID-19 cases, 6,334 discharges and 79 deaths in the last 24 hours, taking active cases to 51,633, discharges to 3,92,507 and death toll to 7,687: State Health Department pic.twitter.com/wwK3mHnpAT
— ANI (@ANI) September 4, 2020
সন্ধে ৬. ৪৫: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও নাভাল অ্যাকাডেমির পরীক্ষার জন্য ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর বিশেষ ট্রেন চালাবে মধ্য রেলওয়ে।
সন্ধে ৬. ৩৫: দিল্লিতে নতুন করে আক্রান্ত ২,৯১৪ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। এর ফলে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা দাঁড়াল ১,৬১,৮৬৫ ও ৪,৫১৩।
Delhi’s #COVID19 case tally reaches 1,85,220 with 2,914 fresh infections and 13 deaths reported today. The numbers of active and recovered cases are 18,842 and 1,61,865. Death toll rises to 4,513: Delhi Government pic.twitter.com/2gGO9XvDbX
— ANI (@ANI) September 4, 2020
সন্ধে ৬. ১৫: করোনা আবহে সংসদের পর এবার বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনেও বাতিল প্রশ্নোত্তর পর্ব। বিধানসভার স্পিকার এই ঘোষণা করেছেন।
সন্ধে ৬.০০ হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ৪২ জন।
বিকেল ৫. ৪৫: মণিপুরে নতুন করে আক্রান্ত ৯০ জন।
Manipur records 90 new COVID-19 cases, taking total cases to 6,699 including 35 deaths, 4,899 recoveries and 1,765 active cases: State Health Department pic.twitter.com/OmWjwN7Tda
— ANI (@ANI) September 4, 2020
বিকেল ৫.৩০: করোনার সংক্রমণ ঠেকানোর জন্যই সংসদের বাদল অধিবেশন প্রশ্নোত্তর পর্ব রাখা হচ্ছে না। শীতকালীন অধিবেশনের সময় ফের পুরনো নিয়মে সবকিছু শুরু হতে পারে বলে জানাল লোকসভার সচিবালয়। এর বদলে প্রতিদিন সরকারের তরফে ১৬০ প্রশ্নের লিখিত উত্তর দেওয়া হবে।
Everyday, the government will be giving written replies to 160 Unstarred Questions in the upcoming session… this effectively means the government will reply 1,120 questions every week: Lok Sabha Secretariat https://t.co/2xX3SrjmVt
— ANI (@ANI) September 4, 2020
বিকেল ৪.৫০: আক্রান্তের বাড়ির বাইরে হোম আইসোলেশন ও কোয়ারেন্টাইনের পোস্টার লাগানোর সিদ্ধান্ত বাতিল করল পাঞ্জাব সরকার। ইতিমধ্যে যেখানে লাগানো হয়েছে তা তুলে নেওয়া হবে বলেও জানাল।
Punjab govt revokes its earlier decision of putting posters outside the houses of COVID19 patients under home isolation or quarantine. Posters where already affixed may be removed. The move is aimed at minimising the stigma resulting from the affixing of such posters: State Govt
— ANI (@ANI) September 4, 2020
বিকেল ৪.৩০: ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে মারা গিয়েছিলেন এক আক্রান্ত। তাঁর পরিবারকে প্রায় ৪ লক্ষ টাকার বিল ধরায় হাসপাতাল। এর জেরে স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন মৃতের পরিবারের সদস্যরা। শুনানির পর মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা হাসপাতাল খরচ দেওয়ার নির্দেশ দেয় কমিশন। তাও মাসিক কিস্তিতে দেওয়া যাবে বলে জানানো হয়েছে।
বিকেল ৪.২০: রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানাল অসম সরকার। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে তারা।
Schools, colleges, educational & coaching institutes for regular class activities shall remain closed till 30th September. Online and distance learning activities are allowed to continue: Chief Secretary, Assam pic.twitter.com/ePn8fPYyx1
— ANI (@ANI) September 4, 2020
বিকেল ৪টে: ২০২১ সালের মাঝামাঝি সময়ের আগে করোনার ভ্যাকসিন ব্যাপক হারে দেওয়া যাবে না বলেই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র।
A World Health Organization (WHO) spokesperson has said that it does not expect widespread vaccinations against #COVID19 until mid-2021, reports Reuters pic.twitter.com/ckvTQM8UfX
— ANI (@ANI) September 4, 2020
দুপুর ৩.৫০: ভারতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০ লক্ষের বেশি। যাঁরা চিকিৎসাধীন রয়েছেন তাঁদের মধ্যে ০.৫ শতাংশ রোগী ভেন্টিলেটারে, ২ শতাংশ আইসিইউতে এব ৩.৫ শতাংশের কম মানুষ অক্সিজেন সাপোর্ট নিচ্ছেন বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
With a higher number of patients getting cured, India’s total recoveries surpass 30 lakh. Less than 0.5% of total number of patients on ventilators, 2% in ICUs & less than 3.5% on Oxygen Support: Ministry of Health and Family Welfare pic.twitter.com/Vcy5MGWUvn
— ANI (@ANI) September 4, 2020
দুপুর ৩.২০: ভুয়ো রিপোর্ট তৈরি করার অভিযোগে দিল্লিতে গ্রেপ্তার হল এক চিকিৎসক-সহ তিনজন।
Delhi: A doctor and 2 people arrested for issuing 75 forged #COVID19 reports. DCP South says, “It was a nexus. Dr Kush Parashar confessed that he, his associate & helper collected samples, destroyed them without testing & issued forged reports of 4-5 reputed labs to the people.” pic.twitter.com/fINcF22pdQ
— ANI (@ANI) September 4, 2020
দুপুর ৩.১০: ৬ টি রাজ্যের JEE পরীক্ষা সংক্রান্ত মামলার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।
Supreme Court refuses to entertain the review petition filed by ministers of six states, seeking review of the court’s August 17 order to conduct NEET-UG and JEE (Mains) examinations. pic.twitter.com/3kKLm5VX3n
— ANI (@ANI) September 4, 2020
দুপুর ২.৫০: এবার থেকে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্য শনিবারগুলিতে খোলা থাকবে পশ্চিমবঙ্গের ব্যাংকগুলি।
দুপুর ১.৫০: পুদুচেরিতে নতুন করে ৫৯১ জনের শরীরে করোনা সংক্রমণ, মৃত্যু হয়েছে ২০ জনের। এ নিয়ে সেখানে করোনা পজিটিভ ১৬,১৭২। মৃতের মোট সংখ্যা ২৮০।
591 new #COVID19 cases & 20 deaths reported in Puducherry today. Total number of cases stands at 16,172, including 5,218 active cases, 10,674 recovered cases & 280 deaths till date: UT Health Department pic.twitter.com/kSb2kgd5oj
— ANI (@ANI) September 4, 2020
দুপুর ১.৪১: জাপানে করোনা ‘ভ্যাকসিনের’ প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল অক্সফোর্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করা ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা।
দুপুর ১.০৩: হিমাচল প্রদেশে নতুন করে ৪৫ জন করোনা আক্রান্ত, এ নিয়ে মোট করোনা পজিটিভ ৬৬৬০ জন। পরিসংখ্যান রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে।
45 new #COVID19 cases, 18 cured cases reported in Himachal Pradesh in the last 24 hours. Total number of cases stands at 6660, including 1,734 active cases, 4,832 recovered cases & 47 deaths so far: State Health Department, Govt of Himachal Pradesh pic.twitter.com/IfkqsmrwJD
— ANI (@ANI) September 4, 2020
দুপুর ১২: দশম ও দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট পাওয়া ছাত্রছাত্রীদের জন্য সেপ্টেম্বরেই ফের পরীক্ষার আয়োজন করতে আগ্রহী CBSE, সুপ্রিম কোর্টে আরজি বোর্ডের। কোভিড পরিস্থিতিতে পরীক্ষা না নিয়ে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে এ বছর প্রকাশিত হয়েছিল ফলাফল।
Central Board of Secondary Education (CBSE) tells Supreme Court that it is likely to conduct compartment examination for students of Classes 10 & 12 by September end & examination centres have been increased to 1,278. pic.twitter.com/enqrH7g32m
— ANI (@ANI) September 4, 2020
বেলা ১১.০২: দেশ ভ্যাকসিনের জন্য তৈরি নয়, এমনই আশঙ্কা মার্কিন মুলুকের স্বাস্থ্যকর্মীদের।
সকাল ১০.৩০: এবার করোনায় আক্রান্ত অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার দিয়েগো কোস্তা এবং আরিয়াস। দু’জনেই রয়েছেন আইসোলেশনে। টুইট করে জানাল ক্লাব কর্তৃপক্ষ।
Our first team players underwent the pre-season tests on Thursday, except for those who are currently on international duty and Diego Costa and Arias, who tested positive during their holidays and are currently isolating.
— Atlético de Madrid (@atletienglish) September 3, 2020
সকাল ৯. ৪৬: স্বস্তি নেই দেশের করোনা সংক্রমণের হারে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩,৩৪১ জনের সংক্রমণ। মৃত্যু হয়েছে ১০৯৬ জনের। পরিসংখ্যান স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে।
India’s #COVID19 tally crosses 39-lakh mark with single-day spike of 83,341 new cases & 1,096 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 39,36,748 including 8,31,124 active cases, 30,37,152 cured/discharged/migrated & 68,472 deaths: Ministry of Health pic.twitter.com/YjinTx57DJ
— ANI (@ANI) September 4, 2020
সকাল ৯.৪০: তেলেঙ্গানায় নতুন করে করোনায় আক্রান্ত ২৪৭৮ জন, মৃত্যু হয়েছে ১০ জনের।
2,478 fresh #COVID19 cases, 2,011 recoveries & 10 deaths reported in Telangana on 3rd September, taking the total number of cases to 1,35,884 in the state. Active cases stand at 32,994: State Health Department pic.twitter.com/sS8S0onoX0
— ANI (@ANI) September 4, 2020
সকাল ৯: কেষ্টপুরে অমানবিক ঘটনা। প্রতিবেশীর পরিবারের ২ জন কোভিড আক্রান্ত হওয়ায় ফ্ল্যাটে তালা লাগিয়ে দিলেন আরেক প্রতিবেশী। পুলিশকে ডেকে তালা খোলালেন গৃহকর্তা। করোনা নিয়ে সামাজিক সংস্কারের লজ্জাজনক ছবি খাস কলকাতায়।
সকাল ৮.৩০: রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়া করোনা পজিটিভ। উপসর্গহীন হওয়ায় তিনি হোম আইসোলেশনেই রয়েছেন।
State president of BJP in Rajasthan, Satish Poonia tests positive for #COVID19. He is asymptomatic and under home-isolation, as advised by doctors. pic.twitter.com/dt01ECZd6m
— ANI (@ANI) September 4, 2020
সকাল ৮.১১: দ্রুতই তৈরি হবে করোনা ভ্যাকসিন এবং তাতেই কাবু করা সম্ভব মহামারীকে। ছোটদের এক অনুষ্ঠানে নিয়ে আত্মবিশ্বাসী সুর নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গের।
সকাল ৮: আনলক ফোরে খুলে গেল তারকেশ্বরের মন্দির। স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে শুরু পুজো দেওয়ার কাজ। গর্ভগৃহে প্রবেশ আপাতত নিষিদ্ধ। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।
সকাল ৭.৪৩: ব্রাজিলে করোনা আক্রান্ত ৪০ লক্ষেরও বেশি, মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৬০০ জনের। বিশ্বের করোনা মানচিত্রে এখনও ব্রাজিলের স্থান দ্বিতীয়, আমেরিকার পরই। প্রেসিডেন্ট বলসোনারো মনে করেন, ভ্যাকসিন এলেও টিকাকরণ আবশ্যক নয়।
সকাল ৭.৩০: কলকাতা মেট্রো কবে থেকে চালু হচ্ছে? তার চূড়ান্ত দিনক্ষণ স্থির করতে আজ ফের রাজ্যের সঙ্গে বৈঠকে মেট্রো কর্তৃপক্ষ। ১৪ অথবা ১৫ তারিখ থেকে চালু হতে পারে পাতাল পরিবহণ। তার আগে ১৩ সেপ্টেম্বর NEET পরীক্ষার্থীদের জন্য পরীক্ষামূলকভাবে চালানো হতে পারে মেট্রো।
সকাল ৭: তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতেই শুধুমাত্র নতুন করে করোনা আক্রান্ত ১১৪ জন। এই শহরে ৯০০রও বেশি করোনা রোগীর চিকিৎসা চলছে। কেউ কেউ রয়েছেন হোম আইসোলেশনেও। জানাল রাজ্যের স্বাস্থ্যদপ্তর।
Tamil Nadu: People underwent #COVID19 tests at a centre in Tiruchirappalli yesterday.
114 new #COVID19 cases were reported in Tiruchirappalli yesterday. 909 persons are under treatment including home treatment as per the State Health Department. pic.twitter.com/K1zYcjZnzE
— ANI (@ANI) September 4, 2020
সকাল ৬.৪০: ৭ তারিখ থেকে দেশজুড়ে মেট্রো পরিষেবা ফের সচল করার প্রস্তুতি। লখনউয়ে মেট্রো স্টেশনগুলিতে চলছে স্যানিটাইজেশনের কাজ।
Sanitization work was undertaken by Lucknow metro authorities ahead of the resumption of its services from September 7 as part of #Unlock4. (3.09.2020) pic.twitter.com/duq0WNe5Ih
— ANI UP (@ANINewsUP) September 4, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.