সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বর্ষণের ফলে কেরলের বিভিন্ন জায়গায় ভূমিধস (landslide) -এর ঘটনা ঘটেছে। তবে সব থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইডুক্কি জেলার মুন্নারের কাছে অবস্থিত রাজামালা এলাকায়।
Medical teams from Ernakulam and Kottayam districts deployed to #Idukki: Kerala Government https://t.co/XuxqNd9sWs pic.twitter.com/MbNvXWoYb5
— ANI (@ANI) August 7, 2020
সেখানে এখনও পর্যন্ত ভূমিধসের জেরে ৮০ জনের বেশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১০ জনকে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুল্যান্স পাঠানোর পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও পাঠানো হয়েছিল। কিন্তু, প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধার কাজ চালাতে খুব সমস্যা হচ্ছিল। তাই ধসে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে ভারতীয় বায়ু সেনার কাছে সাহায্য চেয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পাশাপাশি দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের ৫০ জন কর্মীকেও দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এর্নাকুলাম ও কোট্টায়াম-সহ অন্য অনেক জেলাতেও ভূমিধসের খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে সেখানে চিকিৎসক দলও পাঠানো হয়েছে। এদিকে আগামী ১১ আগস্ট পর্যন্ত ইডুক্কি, মাল্লাপুরম ও ওয়ানাড় জেলার ভারী বর্ষণের সম্ভাবনা আছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ফলে আরও চিন্তায় পড়েছে পিনারাই বিজয়নের প্রশাসন।
#WATCH 5 dead in landslide in Idukki’s Rajamala, #Kerala; 10 rescued so far
Kerala CM has requested assistance from Indian Air Force for the rescue operation. pic.twitter.com/yWmwXHUxEz
— ANI (@ANI) August 7, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.