Advertisement
Advertisement

Breaking News

Kerala

বোরখা পরে মহিলাদের শৌচালয়ে ঢুকে ভিডিও তোলার অভিযোগ, গ্রেপ্তার তথ্যপ্রযুক্তি কর্মী

অভিনব উপায়ে শৌচালয়ে ক্যামেরা লুকিয়ে রাখত অভিযুক্ত।

Kerala man wore burqa, entered women washroom to record video, arrested | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 17, 2023 1:26 pm
  • Updated:August 17, 2023 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোরখা পরে মহিলাদের শৌচালয়ে ঢুকেছিল এক যুবক। সেখানে নিজের মোবাইলে মহিলাদের ভিডিও তুলছিল সে। কেরলের (Kerala) একটি শপিং মলের এই ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে। জানা গিয়েছে, ২৩ বছর বয়সি অভিযুক্ত একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। আপাতত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে কোচির (Kochi) পুলিশ। একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত কোচির লুলু মলে (Lulu Mall) বুধবার সেখানেই হাতেনাতে ধরা পড়ে ২৩ বছর বয়সি ওই যুবক। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, বোরখা পরে মহিলা সেজে মলে ঢোকে ওই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। তারপরে শৌচালয়ে গিয়ে নিজের ফোনের ক্যামেরা লুকিয়ে রাখার বিশেষ ব্যবস্থা করে সে। একটি কার্ডবোর্ডের বাক্সে ফুটো করে এমনভাবে ফোন লুকিয়ে রাখে, যেন কেউ বুঝতেই না পারে বাক্সের ভিতরে কিছু রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ফ্ল্যাট থেকে পরিচারিকার দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ]

ফোন সমেত বাক্সটি বিশেষ কায়দায় শৌচালয়ের দরজায় আটকে দেয় ওই অভিযুক্ত। তারপর বেরিয়ে এসে দরজার ঠিক বাইরে অপেক্ষা করতে থাকে সে। তখনই অভিযুক্তের আচার আচরণ দেখে মলের কর্মী ও নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। তাঁরাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে স্থানীয় কালামাসেরি থানার পুলিশ।

জেরার মুখে ভেঙে পড়ে নিজেই অপরাধ কবুল করে ওই যুবক। সাফ জানায়, মহিলাদের ভিডিও করার জন্যই শৌচালয়ে ক্যামেরা বসিয়েছিল সে। গোটা ঘটনা শুনে অভিযুক্তের বোরখা ও মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। ওই যুবক আগেও এহেন কাণ্ড ঘটিয়েছে কিনা সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে। আপাতত ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে ওই অভিযুক্তকে।

[আরও পড়ুন: বেরিয়ে ফেরার পথে অঘটন, গাড়ি ও লরির ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement