প্রতীকী চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে অসুস্থ মা। দিনের পর দিন মায়ের অসুস্থতায় জেরে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চরম পদক্ষেপ নিলেন পুত্র। শ্বাসরোধ করে মাকে খুনের চেষ্টার পর আত্মঘাতী হলেন যুবক। এই ঘটনা ঘটেছে কেরলের কোল্লাম এলাকায়। ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম রণজিৎ। ৫৮ বছর বয়সি অসুস্থ মাকে নিয়ে কোল্লামের এলামাডুতে থাকতেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ তাঁর মা সুজাতা। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চালানো হলেও কোনও শারীরিক উন্নতি ঘটেনি। এই অবস্থায় আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দুজনই। এই অবস্থা থেকে নিষ্কৃতি পেতে মাকে খুনের সিদ্ধান্ত নেন ওই যুবক। শুক্রবার দুজনেই প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খান। এর পর শাল দিয়ে মাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে সে। মায়ের মৃত্যু হয়েছে অনুমান করে এরপর নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক।
ঘটনার পরদিন রণজিতের বাড়ির বৈদ্যুতিক মিটার পরীক্ষা করতে এসেছিলেন এক সরকারি কর্মী। তাঁর নজরে আসে গোটা ঘটনা। ঘরের মধ্যে থেকে জলের জন্য এক মহিলার কান্নার আওয়াজ শুনে এলাকার বাসিন্দাদের খবর দেন তিনি। এরপরই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। সেখানে চিকিৎসার পর বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, এই পরিবারের সেভাবে কোনও আত্মীয়-স্বজন ছিল না। দুজন মিলেই থাকতেন বাড়িতে। দীর্ঘদিন ধরে মায়ের অসুস্থতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়েই এই কাণ্ড ঘটিয়েছেন যুবক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.