Advertisement
Advertisement

Breaking News

Kerala

পুলিশের থেকে লুকোতে মাদকভর্তি প্যাকেট গিললেন যুবক! মর্মান্তিক পরিণতি

যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি অপারেশন করাতে রাজি হননি।

Kerala man dies after swallowing drug packet to escape police in Kozhikode

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:March 8, 2025 6:29 pm
  • Updated:March 8, 2025 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের হাত থেকে বাঁচতে মাদকভর্তি প্যাকেট গিলে মৃত্যু যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কেরলের কোঝিকোড়ে। তড়িঘড়ি যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনি অপারেশন করাতে রাজি হননি। যার জেরেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম শানিদ।

পুলিশের তরফে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর এসেছিল কোঝিকোড়ে মাদক পাচার করছিল একদল পাচারকারী। সেইমতো অভিযান চালানো হয়। বাকিরা পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়েন ২৮ বছর বয়সি শানিদ। কেউ কিছু বুঝে ওঠার আগেই তড়িঘড়ি ওই মাদকের প্যাকেট গিলে ফেলেন শানিদ। অভিযুক্ত যে মাদক গিলে ফেলেছে জানতে পেরে তড়িঘড়ি তাঁকে থামারেসেরির এক হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কোঝিকোড়া মেডিক্যাল কলেজে। পরীক্ষার পর পেটের মধ্যে থাকা মাদকভর্তি প্যাকেট অস্ত্রোপচারের মাধ্যমে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
২৮ বছর বয়সি মৃত যুবক শানিদ।

তবে শানিদ অস্ত্রোপচার করাতে রাজি হননি। অভিযুক্ত অস্ত্রোপচারের বন্ডে সাক্ষর না করায়, এরপর তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করে পুলিশ। অদ্ভুতভাবে শানিদের বাবাও রাজি হননি বন্ডে সাক্ষর করতে। ওই অবস্থায় সারারাত হাসপাতালে থাকার পর শনিবার সকাল ১১টা নাগাদ মৃত্যু হয় শানিদের। এই ঘটনার পর পুলিশ মাদকপাচার সংক্রান্ত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, পেটের মধ্যে থাকা মাদক ‘এমডিএমএ’র বিষক্রিয়ায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই যুবকের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub