Advertisement
Advertisement

Breaking News

গণপিটুনি

কেরলে মোবাইল চোর সন্দেহে যুবককে রাস্তায় ফেলে মারধর, পোড়ানো হল গোপনাঙ্গ

এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Kerala Man, 30, Beaten, Genitals Burnt Over Mobile Theft Suspicion, Dies

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:December 17, 2019 8:48 pm
  • Updated:December 17, 2019 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল চোর বলে সন্দেহে হয়েছিল। তাই প্রকাশ্য রাস্তায় ফেলে ৩০ বছরের যুবককে বেধড়ক মারধর করে গোপনাঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হল। পরে ওই যুবককে হাসপাতালে ভরতি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। অমানবিক এই ঘটনাটি ঘটেছে বামশাসিত কেরলের রাজধানী তিরুবন্তপুরমে। এই ঘটনার সময় তোলা একটি ভিডিও দেখে সাত অভিযুক্তকেই শনাক্ত করে পুলিশ। তবে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে পেরেছে তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অজেশ। তিনি কেরলের তিরুভাল্লোম এলাকার বাসিন্দা। সম্প্রতি তিরুবন্তপুরম বাসস্ট্যান্ডে অনেকগুলি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। তাই স্থানীয় লোকজন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন। গত রবিবার ওই বাসস্ট্যান্ডে ঘুমন্ত এক যুবকের মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে অজেশকে আটক করে কয়েকজন। তারপর তাঁকে রাস্তায় ফেলে ধারাল অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। এর জেরে হাত-পা ভেঙে যায় ওই যুবকের। তিনি যখন মৃতপ্রায় হয়ে পড়েছেন তখন তাঁর প্যান্ট খুলে গোপনাঙ্গে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর তা ৪০ শতাংশ পুড়ে যায়। পরে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়ে অজেশকে। মঙ্গলবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

[আরও পড়ুন: নাগরিকত্ব আইনের বিরোধিতায় ‘গেরিলা রাজনীতি’ করছে কংগ্রেস, অভিযোগ মোদির]

 

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার ভিডিওটি দেখার পরেই সাতজনকে শনাক্ত করা হয়। তার মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে। ধৃতরা হল নাসির, দীনেশ, অরুণ, সাজন ও রবিনসন। বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

[আরও পড়ুন: মহিলা সেজে জামিয়ায় পাথর ছুঁড়ছিল পুরুষ! জানুন ভাইরাল ছবির সত্যতা]

 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় অটোচালক। জেরায় তারা অপরাধের কথা স্বীকার করেছে। পাশাপাশি জানিয়েছে যে অজেশের নামে আগেও চুরি অভিযোগ উঠেছিল। ঘটনার দিনও তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকা উদ্ধার হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement