সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিপা ভাইরাস থাবা বসিয়েছে কেরলে৷ আতঙ্কে কাঁপছে ঈশ্বরের দেশ৷ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর৷ তবে রোগ মোকাবিলায় রাজ্য প্রশাসন পুরোপুরি প্রস্তুত বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা৷ অকারণে আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷
স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, ‘‘কেরলের বিভিন্ন জেলার অন্তত ৩১১ জনের উপর নজর রাখা হয়েছে৷ এখনও পর্যন্ত নিপা ভাইরাসে অসুস্থ এক কলেজ ছাত্র৷ মাত্র চব্বিশ ঘণ্টা আগেই নিপা ভাইরাসে আক্রান্ত বলেই শনাক্ত করা গিয়েছিল তাঁকে৷ জ্বর অনেকটাই কমে গিয়েছে৷ বর্তমানে কেরলের এক নার্সিংহোমে ভরতি রয়েছেন তিনি৷ ধীরে ধীরে তেইশ বছর বয়সি ওই ছাত্রের অবস্থার উন্নতি হচ্ছে৷ আপাতত চব্বিশ ঘণ্টা নজরদারিতে রয়েছেন ওই কলেজছাত্র৷’’ বুধবার সকালে জ্বর নিয়ে আরও পাঁচজন হাসপাতালে ভরতি হন৷ তাঁদের ইতিমধ্যেই রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ কালামেশ্বরী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের রক্তের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধের মধ্যেই হয়তো ওই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে যাবেন চিকিৎসকেরা৷ তবে যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকদের হাতে রিপোর্ট আসছে, ততক্ষণ জ্বর এবং গলা ব্যথার চিকিৎসা চলছে ওই রোগীদের৷
রাজ্য প্রশাসনের মাধ্যমে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে৷ স্বাস্থ্য আধিকারিকরা স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন৷ খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে৷ নম্বরটি হল ০১১-২৩৯৭৮০৪৬৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন কে কে শৈলজা৷ গত বছরের মে মাসে নিপা ভাইরাসের করাল থাবায় প্রাণ হারিয়েছিলেন কোঝিকোড়ের ১৪ জন এবং মালাপ্পুরমের ৩ জন-সহ মোট সতেরোজন৷ স্বজনহারার শোক ফিকে হতে না হতেই আবারও নিপা আতঙ্কে কাঁটা কেরলবাসী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.