Advertisement
Advertisement

Breaking News

Pinarayi Vijayan

মেয়ের দুর্নীতি মামলায় বিপাকে বিজয়ন, কেরলের মুখ্যমন্ত্রীর জবাব তলব করল হাই কোর্ট

এই মামলার রায় আগামী দিনে কেরলের রাজনীতিকে ভালোমতো প্রভাবিত করতে পারে।

Kerala HC issues notice to CM Pinarayi Vijayan, daughter
Published by: Subhajit Mandal
  • Posted:June 18, 2024 7:28 pm
  • Updated:June 18, 2024 7:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে টি বীণার বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলায় বিপাকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ওই মামলায় কেরলের মুখ্যমন্ত্রীর জবাব তলব করল হাই কোর্ট। মঙ্গলবার কেরলের আইন বিভাগের মহানির্দশককে কেরল হাই কোর্ট জানিয়ে দিয়েছে, বিজয়ন (Pinarayi Vijayan) এবং তাঁর কন্যাকে নোটিস পাঠাতে হবে।

টি বীণা বিজয়নের মেয়ে হওয়ার পাশাপাশি কেরলের মন্ত্রী মহম্মদ রিয়াজের স্ত্রীও। গত বছর কেরলের স্থানীয় সংবাদমাধ্যমে তাঁর ‘দুর্নীতি’র খবর প্রকাশ্যে আসতেই কেরলে হইচই পড়ে যায়। জানুয়ারিতে এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। পরে এই মামলায় তদন্ত শুরু করে ইডি। বীণার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিম্ন আদালতে গিয়েছিলেন কংগ্রেস বিধায়ক ম্যাথিউ কুঝালানদান। তাঁর মামলাতেই এবার জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রীকে।

Advertisement

[আরও পড়ুন: দুর্গাপুরে ডাক-কর্মীকে মাঝরাস্তা থেকে অপরহণের চেষ্টা! কাঠগড়ায় যোগীরাজ্যের পুলিশ]

টি বীণা নাকি গত তিনবছর ধরে মাসিক কিস্তিতে মোট ১ কোটি ৭২ লক্ষ টাকা পেয়েছেন কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (CMRL) নামে একটি সংস্থার কাছ থেকে। ওই সংস্থাকে মার্কেটিং, তথ্যপ্রযুক্তি এবং সফটওয়ার পরিষেবা দেওয়ার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন বীণা ও তাঁর সংস্থা এক্স্যালজিক সলিউশন কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড।আয়কর দপ্তর জানিয়েছে, বিপুল টাকার বিনিময়ে কোনও পরিষেবাই দেননি বীণা বা তাঁর সংস্থা। অভিযোগ, মুখ্যমন্ত্রী বিজয়ন নাকি প্রভাব খাটিয়ে মেয়েকে দুর্নীতি করতে সাহায্য করেছেন।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

আগামী ২ জুলাই পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত থাকবে বলে জানিয়েছে আদালত। এই সময়ের মধ্যেই জবাব তলব করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং তাঁর কন্যার। এই মামলার রায় আগামী দিনে কেরলের রাজনীতিকে ভালোমতো প্রভাবিত করতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ