সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবরীমালা নিয়ে আরও উত্তপ্ত কেরল৷ চাপের মুখে নতিস্বীকার করল বিজয়ন সরকার৷ এবার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে রাজ্য সরকার৷ একই সঙ্গে শুক্রবার মহিলাদের ফেরত চলে যেতে বলেছেন কেরলের দেবাস্বম মন্ত্রী কে সুরেন্দ্রন৷
People of all ages will be allowed to go there. But at the same time we won’t allow it to be a place where activists can come&showcase their power. It can’t be a place where they prove certain points of theirs: State Devaswom (religious trusts) Minister #SabarimalaTemple #Kerala pic.twitter.com/5a4MvZYN0f
— ANI (@ANI) October 19, 2018
এদিনও মন্দিরের আশপাশে মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী৷ যদিও নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিক্ষোভে শামিল সবরীমালা রক্ষা কমিটির সদস্যরা৷ তাদের বিক্ষোভ-আন্দোলনের জেরে কোনও মহিলাই এখনও পর্যন্ত ওই মন্দিরে প্রবেশ করতে পারেননি৷ বৃহস্পতিবারেও৷ কেরল জুড়ে ১২ ঘণ্টা বনধ পালন করছে সবরীমালা রক্ষা কমিটির সদস্যরা৷ যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রাজ্য প্রশাসন৷ সান্নিধানাম, পাম্বা, নীলাক্কাল এবং ইলাভুঙ্গালে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ তবে এদিন বিতর্ক উস্কে দেন কেরলের দেবাস্বম মন্ত্রী কে সুরেন্দ্রন৷ মন্দিরে প্রবেশ না করে মজিলাদের ফেরত চলে যেতে বলেন তিনি৷ তাঁর বক্তব্য, ‘সবারই মন্দিরে প্রবেশ করার অধিকার রয়েছে৷ তবে দেবস্থান সংস্কারকদের শক্তি প্রদর্শনের জায়গা নয়৷’
মন্ত্রীর এহেন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহিলা দর্শনার্থীরা৷ এদিকে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলের প্রতিনিধিরা৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ ফুট উঁচুতে পাহাড়ের মাথায় অবস্থিত সবরীমালা মন্দিরে ১০০ বছর পর মহিলাদের প্রবেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার বিকেল পাঁচটা থেকে মহিলাদের মন্দিরে ঢোকার কথা৷ ১০০ বছর ধরেই মন্দিরের প্রবেশ দ্বারে একটি বোর্ড লাগানো ছিল। তাতে লেখা ছিল, ‘১০ থেকে ৫০ বছরের মধ্যে মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার নেই।’ মঙ্গলবার রাতে বোর্ডটিও খুলে ফেলে মন্দির কর্তৃপক্ষ। শতাব্দী প্রাচীন ধর্মীয় রীতিকে বাঁচাতে মরিয়া হাজার হাজার ভক্ত। তার প্রতিবাদে ভক্তদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে গোটা কেরলে।
[আকবরের বিরুদ্ধে একজোট ২০ মহিলা, শুরু মানহানি মামলার শুনানি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.