দেশজুড়ে জারি হয়েছে Unlock 5.0-এর নির্দেশিকা। তবে করোনা সংক্রমণে বিরাম নেই। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৫ জন। মোট মৃতের সংখ্যা ৯৮ হাজার ৬৭৮ জন। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪ জন। মৃত ৫ হাজার ৭০ জন। করোনা ভাইরাস সম্পর্কিত লাইভ আপডেট (Corona Virus Live Update):
রাত ১০.৪০: আন্দামান-নিকোবরে নতুন করে গত ২৪ ঘণ্টা ১০ জনের শরীরে মিলেছে সংক্রমণ, মোট আক্রান্ত ৩৮৫৮। মৃত্যু হয়েছে মোট ৫৩ জনের।
10 new #COVID19 cases reported in Andaman and Nicobar, taking the total number of cases to 3,858; death toll stands at 53. Total 3,631 patients have recovered so far and there are 174 active cases: Andaman and Nicobar Administration pic.twitter.com/Q5HV2vy7ay
— ANI (@ANI) October 2, 2020
রাত ১০.১৫: ঝাড়খণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত ৭৩৬ জন, মৃত্যু হয়েছে ৮ জনের।
Jharkhand reported 736 new #COVID19 cases, 967 recoveries and 8 deaths today, taking total cases to 85,400 including 73,428 recoveries, 729 deaths and 11,243 active cases: State Health Department pic.twitter.com/lc2W3o0j7o
— ANI (@ANI) October 2, 2020
রাত ৯.৪৮: হরিয়ানায় নতুন করে ১৪৭৬ জনের শরীরে মিলল করোনার জীবাণু। মৃত্যু হয়েছে ২৩ জনের। সুস্থতার সংখ্যা ১৬৭৮।
Haryana reported 1,476 #COVID19 cases, 1,678 recoveries and 23 deaths today, taking total cases to 1,31,388 with 1,16,716 recoveries, 1,425 deaths and 13,247 active cases: State Health Department pic.twitter.com/bcOtqIfjqo
— ANI (@ANI) October 2, 2020
রাত ৯.২৭: পরীক্ষামূলক প্রয়োগ চলাকালীন স্বেচ্ছাসেবকের অসুস্থতার জের। অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল গত ১ মাস ধরে স্থগিত জাপানে। ট্রায়াল বন্ধ আমেরিকাতেও।
রাত ৯.০৬: মহারাষ্ট্রের করোনা গ্রাফে এতটুকুও স্বস্তি নেই। নতুন করে ১৫,৫৯১ জনের শরীরে মিলল জীবাণু, মৃ্ত্যু হয়েছে ৪২৪ জনের।
Maharashtra reports 15,591 new #COVID19 cases, 424 deaths and 13,294 discharges today. Total cases in the state rise to 14,16,513, including 37,480 deaths and 11,17,720 discharges. Active cases stand at 2,60,876: Public Health Department, Maharashtra pic.twitter.com/4PCeFXP1fV
— ANI (@ANI) October 2, 2020
রাত ৮.৫০: করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। কেরলের এর্নাকুলাম ও কোট্টায়াম জেলায় জারি ১৪৪ ধারা। শনিবার থেকে তিরুঅনন্তপুরমে একসঙ্গে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি।
Kerala: Section 144 imposed in Ernakulam and Kottayam districts considering the surge in COVID-19 cases. https://t.co/nXhxO8uK4g
— ANI (@ANI) October 2, 2020
রাত ৮.১৪: কর্ণাটকের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ঘণ্টায় কর্ণাটকে নতুন করে কোভিড আক্রান্ত ৮৭৯৩, মৃত্যু হয়েছে ১২৫ জনের।
Karnataka reported 8,793 new COVID-19 cases, 7,094 discharges and 125 deaths today, taking total cases to 6,20,630 including 4,99,506 discharges and 9,119 deaths. Number of active cases stands at 1,11,986: State Health Department pic.twitter.com/hKqq8C0OGY
— ANI (@ANI) October 2, 2020
সন্ধে ৭. ৫০: গত ২৪ ঘণ্টা বাংলায় সংক্রমিত ৩,৩১০ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের।
West Bengal recorded 3,310 new coronavirus cases, 2,944 recoveries and 53 deaths today, taking total cases to 2,63,634 including 2,31,699 recoveries, 5,070 deaths and 26,865 active cases: State Health Department pic.twitter.com/P2IWQnc1i5
— ANI (@ANI) October 2, 2020
সন্ধে ৭.২৫: রাজস্থানে নতুন করে সংক্রমিত ২,২১১ জন।
2,211 new #COVID19 cases, 2,060 recovered cases & 16 deaths reported in Rajasthan today. The total number of positive cases rises to 1,39,696 till date, including 20,942 active cases, 1,17,238 recovered cases and 1,516 deaths: State Health Department, Government of Rajasthan pic.twitter.com/0Sa9SqvS4M
— ANI (@ANI) October 2, 2020
সন্ধে ৭.০০: অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত ৬, ৫৫৫ জন।
Andhra Pradesh reported 6,555 new #COVID19 cases, 7,485 recoveries & 31 deaths in the last 24 hours, taking total positive cases to 7,06,790, including 6,43,993 recoveries, 56,897 active cases & 5,900 deaths: State Health Department, Government of Andhra Pradesh pic.twitter.com/LgFZ1r2qB0
— ANI (@ANI) October 2, 2020
সন্ধে ৬. ৩০: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ৩৪ জন।
Himachal Pradesh records 34 new positive cases in the last 24 hours, taking the total number of positive cases in the state to 15,300 including 3,115 active cases, 11,966 recoveries and 194 deaths: State Health Department pic.twitter.com/uG57Z9ULuA
— ANI (@ANI) October 2, 2020
সন্ধে ৬.০০: কেরলে নতুন করে সংক্রমিত ৯, ২৫৮ জন।
Kerala records 9,258 new #COVID19 positive cases in the last 24 hours. There are 77,482 active cases in the state and 1,35,144 people have recovered from the infection till date: State Government pic.twitter.com/mmKro2HXXr
— ANI (@ANI) October 2, 2020
বিকেল ৫.০০: নেপালে রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ২, ৭২২ জন।
Nepal reports highest single-day spike of 2,722 new cases of coronavirus infection in the last 24 hours, taking the national case tally to 82,450: Health Ministry pic.twitter.com/wkZrPNsodf
— ANI (@ANI) October 2, 2020
বিকেল ৪. ৩০: নাগাল্যান্ডে নতুন করে সংক্রমিত ৭৪ জন।
74 positive cases of COVID-19 and 67 recoveries confirmed in the state today: Nagaland Health Minister
— ANI (@ANI) October 2, 2020
বিকেল ৪. ২৫: এখনও পর্যন্ত করোনার বলি পুদুচেরির ২৮ হাজার মানুষ।
বিকেল ৪.১০: সাধারণ মানুষের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই কঠিন হয়ে উঠতে পারে করোনার চেক ভাঙা, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনের।
দুপুর ৩. ৪৫: দীর্ঘ লকডাউন কাটিয়ে প্রায় ২০০ দিন পর সাধারণ দর্শকদের জন্য ফের উন্মুক্ত হতে চলেছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম।
দুপুর ৩টে: আগামী ১৫ অক্টোবর থেকে পাঞ্জাবে স্কুল খোলার কথা। এর ফলে পড়ুয়াদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা অভিভাবকদের।
Punjab: Parents wary of schools set to re-open from Oct 15
“I welcome the Indian govt order. But I appeal to them to reconsider. #COVID19 Cases are rising without vaccine. Social distancing will be impossible to maintain & observe in a school environment,” says a Ludhiana parent pic.twitter.com/8lWkxdnz0D
— ANI (@ANI) October 2, 2020
দুপুর ১.৩০:তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত ২০০৯। মৃত্যু হয়েছে ১০ জনের।
দুপুর ১২.৩০: মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের লোকাল ট্রেনে ওঠার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার।
দুপুর ১২টা: আক্রান্ত হলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
সকাল ১০.৩০: সস্ত্রীক আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
US President Donald Trump and First Lady Melania Trump test positive for #COVID19. pic.twitter.com/tsLjbMsmoz
— ANI (@ANI) October 2, 2020
সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৮৪ জন। মৃত্যু হয়েছে ১০৯৫ জনের।
India’s #COVID19 tally reaches 63,94,069 with a spike of 81,484 new cases & 1,095 deaths reported in last 24 hours.
The total cases include 9,42,217 active cases, 53,52,078 cured/discharged/migrated & 99,773 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/XxeMtrrlpa
— ANI (@ANI) October 2, 2020
সকাল ৯টা: প্রবল শ্বাসকষ্টের জেরে হাসপাতালে ভরতি হলেন উত্তরাখণ্ডের মন্ত্রী হরক সিং রাওয়াত।
Uttarakhand Cabinet Minister Harak Singh Rawat has been hospitalised after he complained of breathing problem.
He tested positive for COVID-19 on September 23 and was in home isolation.
— ANI (@ANI) October 2, 2020
সকাল ৮.৪৫: ১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরীক্ষা হয়েছে ৭ কোটি ৬৭ লক্ষ ১৭ হাজার ৭২৮টি নমুনা।
সকাল ৮.৩০: ঘনিষ্ঠ পরামর্শদাতা আক্রান্ত হওয়ার পর নমুনা পরীক্ষা করালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁরা দুজনেই কোয়ারেন্টাইনে রয়েছেন।
Hope Hicks, who has been working so hard without even taking a small break, has just tested positive for Covid 19. Terrible! The First Lady and I are waiting for our test results. In the meantime, we will begin our quarantine process!
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020
সকাল ৮টা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড সংক্রান্ত ভারচুয়াল ইনফরমেশন সেশনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.