সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে (Kerala) রাজ্য সরকার-রাজ্যপাল দ্বন্দ্ব অব্যাহত। এবার রাজ্যের অর্থমন্ত্রী কে এন বালাগোপালকে (KN Balagopal) বরখাস্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarayi Vijayan) চিঠি লিখলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan)। রাজ্যপালের দাবি, উপচার্য বিতর্কে সম্প্রতি ‘রাষ্ট্রদ্রোহী’ মন্তব্য করেছেন বালাগোপাল। তিরুবন্তপুরমের বিশ্ববিদ্যালয় চত্বরে একটি সভায় ওই মন্তব্য করেন রাজ্যের অর্থমন্ত্রী।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন, গত সপ্তাহে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সভায় অর্থমন্ত্রী কে এন বালাগোপাল প্ররোচনামূলক প্রাদেশিক মন্তব্য করেছেন। যা ভারতের ঐক্যকে ক্ষুন্ন করেছে। সূত্রের খবর, ওইদিন নিজের ভাষণে বালাগোপাল বলেন, “যারা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মতো রাজ্য থেকে এসেছেন, আমার মনে হয় তাঁদের পক্ষে কেরলের বিশ্ববিদ্যালয়গুলিকে বোঝা কঠিন”। দেশের অন্য অংশগুলিতে শিক্ষার্থীদের উপর দমন-পীড়ন চালায় কর্তৃপক্ষ৷ রাজ্যপালের অভিযোগ, অর্থমন্ত্রী কে এন বালাগোপালের কেরল এবং ভারতের অন্য রাজ্যগুলির মধ্যে বিভেদ তৈরি করেছেন। তিনি একটি মিথ্যে ধারণা দিয়েছেন, যার অর্থ হল ভারতের বিভিন্ন রাজ্যে উচ্চ শিক্ষার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এমন মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলেছেন রাজ্যপাল। এই কারণেই রাজ্যের অর্থমন্ত্রীর বরখাস্তের দাবি জানিয়েছেন।
পিনরাই বিজয়নকে লেখা চিঠিতে রাজ্যপাল আরও জানিয়েছেন, “যদিও শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীও আমাকে খারাপ ভাবে আক্রমণ করেছেন, তথাপি বালাগোপাল যে ‘রাষ্ট্রদ্রোহী’ মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানানো আমার কর্তব্য বলে মনে করি।” মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অর্থমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কেরলের বিতর্কিত রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
প্রসঙ্গত, নয়টি বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের ইস্তফা দিতে বলে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammad Khan) নির্দেশ ঘিরে কেরলের (Kerala) রাজ্য-রাজনীতি সরগরম। এরমধ্যেই বড় ধাক্কা খেয়েছেন রাজ্যপাল। গত সোমবার কেরল হাই কোর্ট (Kerala High Court) রাজ্যপালের নির্দেশ সংক্রান্ত ওই চিঠি বাতিল করে দিয়েছে। সেই সঙ্গে এটি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সোমবার জারি করা শো-কজ নোটিসের ভিত্তিতে আচার্য তথা রাজ্যপাল চূড়ান্ত আদেশ জারি না করা পর্যন্ত উপাচার্যরা তাঁদের পদে থাকতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.