Advertisement
Advertisement

Breaking News

Arif Mohammad Khan

অযোধ্যায় রামভক্ত আরিফ খান! রামমন্দিরে হাঁটু মুড়ে প্রণাম কেরলের রাজ্যপালের

ভগবান রামের পুজো দেওয়া কেবল আনন্দে নয়, গর্বের বিষয়, বললেন কেরলের রাজ্যপাল।

Kerala Governor Arif Mohammad Khan Visits Ayodhya Ram Temple
Published by: Kishore Ghosh
  • Posted:May 9, 2024 3:52 pm
  • Updated:May 9, 2024 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি গেরুয়া শিবিরের কাছের লোক বলেই পরিচিত। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তো তাঁকে বহুবার ‘বিজেপি কর্মী’ বলেও তোপ দেগেছেন। সেই কেরলের (Kerala) রাজ্যপাল আরিফ খান (Arif Mohammad Khan) এবার অযোধ্যা (Ayodha) সফরে গিয়ে রামমন্দির (Ram Mandir) দর্শন করলেন। ভক্তভরে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন রামলালাকে। কেরল রাজভবনের এক্স হ্যান্ডেলে আরিফের রামভক্তির এই ভিডিও আপলোড করা হয়েছে।

রামমন্দির দর্শনের পর কেরলের রাজ্য়পাল বলেন, ‘আমি জানুয়ারি মাসে দুবার অযোধ্যায় এসেছি। অযোধ্যা আসা এবং ভগবান রামের পুজো দেওয়া কেবল আনন্দে নয়, গর্বেরও বিষয়।’ কেরল রাজভবনের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, আরিফ খান হাঁটু মুড়ে বসে মেঝেতে মাথা ঠেকিয়ে রামলালাকে প্রণাম করছেন। ওই সময় জয় শ্রীরাম স্লোগানও শোনা গিয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: সংবিধান বদলের ছক বিজেপির! রাহুলের দাবিতে বিতর্ক, কমিশনে কেন্দ্রীয় মন্ত্রী

বিতর্ক তথা সংবাদ শিরোনামে থাকা কেরল রাজ্যপাল আরিফ খান গত বছর নিজেকে ‘হিন্দু’ বলেও দাবি করেছিলেন। তিরুঅনন্তপুরমে (Thiruvananthapuram) হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন, “আপনারা আমাকে হিন্দু বলতে পারেন।’’ যুক্তি দেন, যাঁরা ভারতের মাটিতে জন্মেছেন, এ দেশের উৎপন্ন হওয়া খাদ্য গ্রহণ করেছেন, এখানকার নদীর জল পান করেছেন, তাঁরা নিজেদের হিন্দু বলার অধিকারী। কার্যত আরএসএসের বুলি আওরাতে শোনা যায় গেরুয়া শিবিরের ঘনিষ্ট রাজ্যপালের মুখে।

 

[আরও পড়ুন: দুবছর ধরেই ভারতে বন্ধ কোভিশিল্ড, বিতর্কের মধ্যে দাবি সিরামের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement