Advertisement
Advertisement

Breaking News

Kerala governor

রাজ্যে রাজ্যে বাড়ছে সংঘাত, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বামশাসিত কেরলও

এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলা ৫ রাজ্যের।

Kerala Government moves Supreme Court against governor's inaction In assenting bills | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 3, 2023 12:07 pm
  • Updated:November 3, 2023 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির আমলে রাজ্যপালদের মাধ্যমে বিরোধী শাসিত রাজ্যগুলির শাসনব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার অভিযোগ ক্রমশ জোরাল হচ্ছে। এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বামশাসিত কেরল সরকারও। অভিযোগ, বিধানসভায় পাশ করানো ৮টি বিল আটকে রেখেছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Khan)।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে রাজ্যপাল আরিফ খানের বিবাদ সর্বজনবিদিত। এবার রাজ্যপালের বিরুদ্ধে সংবিধানের উলটো পথে হাঁটার অভিযোগ তুলেছে কেরল সরকার। কেরল সরকারের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) দাবি করা হয়েছে, রাজ্যপাল আরিফ খান সংবিধানের উল্টো পথে হাঁটছেন। তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিলে সম্মতি না দেওয়ায় সরকারি কাজ বিঘ্নিত হচ্ছে। তিন বছরের বেশি সময় বিলগুলি রাজভবনে (Raj Bhaban) আটকে আছে। পালটা পদক্ষেপ করছেন রাজ্যপালও। তিনিও আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

এই প্রথম নয়। এর আগেও তিনটি রাজ্য একই অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে আদালতে গিয়েছে। সেগুলি হল বিআরএস (BRS) শাসিত তেলেঙ্গানা, ডিএমকে শাসিত তামিলনাড়ু এবং আপ শাসিত পাঞ্জাব। প্রত্যাশিতভাবে সবকটি রাজ্যই বিরোধীদের দখলে থাকা। দিল্লিতেও পরিস্থিতি একই। সেখানে অবশ্য উপরাজ্যপালের হাতে রাজ্যপালদের তুলনায় অনেক বেশি ক্ষমতা থাকে। সব মিলিয়ে পাঁচটি রাজ্য রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

[আরও পড়ুন: করবা চৌথেও বাপের বাড়ি থেকে ফেরেননি স্ত্রী, হতাশায় আত্মঘাতী স্বামী]

সেই তালিকায় শামিল হতে পারে এ রাজ্যও। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Ananda Bose) বিরুদ্ধে বাংলার সরকারের অভিযোগ একাধিক। এরাজ্যেও রাজভবনের ঘেরাটোপে একাধিক বিল আটকে রয়েছে। তামিলনাড়ু, কেরলের পথে হাঁটতে পারে বাংলাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement