Advertisement
Advertisement

Breaking News

কেরলের কোল্লামে ফুটব্রিজ ভেঙে মৃত ১, আহত ৫৭

দেখুন ভিডিও।

Kerala: footbridge collapsed in kollam, one woman dies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 30, 2017 2:57 pm
  • Updated:October 30, 2017 2:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মুম্বইয়ের পর এবার কোল্লাম। মহারাষ্ট্রের পর কেরল।ফের ফিরল ফুটব্রিজ আতঙ্ক ।রাজ্য সরকারি সংস্থার এলাকায় ভেঙে পড়ল একটি ফুটব্রিজ। ঘটনায় মারা গিয়েছেন এক মহিলা। আহত কমপক্ষে ৫৭ জন। মৃত মহিলার নাম শ্যামলা। তিনি কেরল মিনারেলস অ্যান্ড মেটাল লিমিটেড নামে রাজ্য সরকারের ওই সংস্থারই কর্মী ছিলেন। এখনও বেশ কয়েকজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

[লুকনো মদের বোতল সন্দেহে অন্তঃসত্ত্বার পেটে লাথি পুলিশকর্মীর]

Advertisement

কোল্লাম শহরের চেভারায় বিশাল এলাকা নিয়ে রাজ্য সরকারের সংস্থা কেরল মিনারেলস অ্যান্ড মেটাল লিমিটেডের কারখানা ও কর্মী আবাসন। ওই চত্বরেই খালের উপর লোহার একটি ফুটব্রিজ ছিল। সংস্থার মূল এলাকা থেকে লাগোয়া কারখানায় যাওয়ার জন্য ফুটব্রিজটি ব্যবহার করতেন কর্মীরা। সোমবার সকালে সাড়ে দশ নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে খালের উপর ভেঙে পড়ে ফুটব্রিজটি। দুর্ঘটনার সময়ে ওই ফুটব্রিজ দিয়ে খাল পার হচ্ছিলেন কেরল মিনারেলস অ্যান্ড মেটাল লিমিটেডের ৭০ জন কর্মী। ঘটনাস্থলে মৃত্যু হয় শ্যামলা নামে পঞ্চান্ন বছরের এক মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় ৫৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।

Advertisement

[‘সমস্যায় পড়লে আমার কাছে আসুন’, দিল্লিবাসীদের চিঠি কেজরিওয়ালের]

তবে কীভাবে ভেঙে পড়ল ফুটব্রিজ?  তা নিয়ে মুখ খুলতে নারাজ কেরল মিনারেলস অ্যান্ড মেটাল লিমিটেজড কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কর্মীদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়েছিল ফুটব্রিজটি। একসঙ্গে ৭০ জন ব্রিজে উঠে পড়ায়, সেটি ভেঙে পড়ে।

দেখুন ভিডিও:

 

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মুম্বইয়ের এলফিনস্টোন রেলস্টশনের ফুটব্রিজে ভিড়ের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়ি করে প্ল্যাটফর্মে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান কমপক্ষে ১৫ জন। আহত হন তিরিশ জন।

[দলিত মহিলাকে বিয়ে করুন, রাহুলকে পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ