সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বরের শুরুতেই বাংলার প্রাপ্য মেটানোর দাবিতে দিল্লি অভিযান করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার পর রাজ্যে এসে রাজভবনের সামনে ধরনাতেও বসেছিলেন অভিষেক। সেসময় বঙ্গের বাম নেতারা, অভিষেককে নেহাত কম বাঁকা কথা শোনাননি। সোশাল মিডিয়ায় অভিষেকের আন্দোলন নিয়ে টিকা-টিপ্পনিও বিস্তর শোনা গিয়েছিল। অথচ, সেই সিপিএমেরই কেরল নেতৃত্ব এবার অভিষেকের পথ ধরে দিল্লি অভিযানে নামতে চলেছে।
আসলে বাংলার মতো কেরলেরও কেন্দ্রীয় প্রকল্পের বহু টাকা বকেয়া। অঙ্কটা প্রায় ৫৮০০ কোটি টাকা। কেরল সরকারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশত কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার এই প্রাপ্য টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রীর কাছে দরবার করেও সুরাহা হয়নি। শেষে বাধ্য হয়ে দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে কেরল সিপিএম (CPIM)।
সূত্রের খবর, জানুয়ারির গোড়ার দিকে সব সাংসদ-বিধায়কদের একত্রে নিয়ে দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। তাতে আমন্ত্রণ জানানো হতে পারে রাজ্যের কংগ্রেস সাংসদ ও বিধায়কদেরও। যদিও সিপিএমের অভিযোগ রাজ্যের কংগ্রেস (Congress) নেতৃত্বও এ নিয়ে নীরব। সিপিএমের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের সাংসদ-বিধায়করা দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন। তবে, অভিযানের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য মেটানোর দাবি নিয়ে এ মাসের গোড়ায় অভিষেক যে দিল্লি অভিযান করেছিলেন, তাতে নড়েচড়ে বসেছে কেন্দ্র। একপ্রকার বাধ্য হয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং চিঠি দিয়ে জানিয়েছেন, কেন্দ্র সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, অভিষেকের ওই কর্মসূচিই অনুপ্রেরণা বিজয়নের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.