Advertisement
Advertisement
Kerala CM

‘কেন্দ্র-রাজ্য সমন্বয়ে নজির গড়ুক কেরল’, উন্নয়নের ক্ষেত্রে মোদিকে সহযোগিতার বার্তা বিজয়নের

উন্নয়নে অন্তরায় হতে পারে না কেন্দ্র-রাজ্য মতবিরোধ, বুঝিয়ে দিলেন বামপন্থী মুখ্যমন্ত্রী।

Kerala CM thanks PM for Vande Bharat train | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 25, 2023 4:29 pm
  • Updated:April 25, 2023 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) সূচনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর বক্তব্য, “কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে আরও আরও উন্নয়ন হোক। কেন্দ্র রাজ্য সমন্বয়ের নজির গড়ুক কেরল।” কেরলের বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বুঝিয়ে দিলেন,”উন্নয়নের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের রাজনৈতিক মতাদর্শ অন্তরায় হতে পারে না।”

মঙ্গলবার কেরলে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-সহ একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে রয়েছে কোচির ওয়াটার মেট্রোও। যা আগামী দিনে পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। এই প্রকল্পগুলির সূচনা করে প্রধানমন্ত্রী বলেন,”কেরলের উন্নতি হলে, তবেই ভারত উন্নত হবে।” এদিন কেরলের ওই সভায় মোদির মুখে মূলত কেন্দ্রীয় সরকারি নীতির প্রশংসা শোনা গিয়েছে। সেভাবে কেরল সরকারের প্রশংসা করতে শোনা যায়নি তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে নির্লিপ্ত মনোভাব সংঘ পরিবারের, বেকায়দায় বঙ্গ বিজেপি]

কিন্তু মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) খানিকটা চমকপ্রদভাবেই উন্নয়ন প্রকল্পের সূচনামঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ধন্যবাদ জানালেন। একই সঙ্গে উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয়ের বার্তা তুলে ধরলেন। কেরলের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন,”কেরলকে বন্দে ভারত ট্রেন দেওয়ার জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞ। আমাদের রেললাইনের উন্নতি হোক, লাইনের বৈদ্যুতিকরণ হোক, ট্রেনের গতি বাড়ুক। চলুন কেরলের উন্নয়নকে আমরা কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের ক্ষেত্রে নজির হিসাবে তুলে ধরি।”

[আরও পড়ুন: রাজ্যের সম্মতি ছাড়াই তদন্ত! সিবিআইকে আরও ক্ষমতা দিতে নয়া আইনের প্রস্তাব]

কেরলের মুখ্যমন্ত্রীর মুখে এই সমন্বয়ের বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে একাধিক বিরোধী শাসিত রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের অভাবে একাধিক প্রকল্পের কাজ থমকে যাওয়ার অভিযোগও রয়েছে। সেখানে রাজনৈতিকভাবে বিপরীত মেরুতে থাকা বামপন্থী এক মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে সমন্বয়ের কথা মনে করালেন, সেটা বেশ তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement