Advertisement
Advertisement

Breaking News

Prasar Bharati

‘সংবাদের গৈরিকীকরণ’, এবার শুধু RSS ঘনিষ্ঠ সংবাদ সংস্থা থেকে খবর কিনবে দূরদর্শন-আকাশবাণী!

গত ১৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে বলে সূত্রের খবর।

Kerala CM alleges Centre appointing Sangh Parivar backed agency as Prasar Bharati’s news source
Published by: Paramita Paul
  • Posted:February 27, 2023 10:42 am
  • Updated:February 27, 2023 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরদর্শন ও আকাশবাণীতেও এবার গৈরিকীকরণ! দুই সরকারি মিডিয়ার পরিচালনার দায়িত্বে রয়েছে প্রসারভারতী। খাতায় কলমে স্বশাসিত সংস্থা সেই ‘প্রসারভারতী’ এবার থেকে খবর কিনবে শুধুমাত্র হিন্দুস্তান সমাচার সংবাদ সংস্থা থেকে। এমনই অভিযোগ উঠছে। গত ১৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে বলে সূত্রের খবর। এই হিন্দুস্তার সমাচার হল আরএসএস পরিচালিত সংবাদ সংস্থা। ফলে দুই সরকারি মাধ্যম প্রচারিত জাতীয় ও আন্তর্জাতিক খবরে পক্ষপাতিত্বের আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য দূরদর্শন ও আকাশবাণী সংবাদ সংস্থার উপর নির্ভরশীল। সাধারণত, এসমস্ত খবর কেনার বিশ্বস্ত সূত্র পিটিআই বা ইউএনআই। গোটা বিশ্বে এই সংস্থাগুলিকে বিশ্বাসযোগ্য হিসেবে গণ্য করা হয়। কিন্তু উলটো পথে হেঁটে প্রসারভারতী একমাত্র সূত্র হিসেবে সংবাদ সংস্থা হিসেবে নাকি হিন্দুস্তান সমাচারকে নিয়োগ করেছে বলে খবর। রবিবার বিষয়টি প্রকাশ্যে এনেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর অভিযোগ, কেন্দ্র সরকার সংবাদেরও গৈরিকীকরণ করছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ধনকড়ের পথ অনুসরণ আনন্দ বোসের’, ‘জাগো বাংলা’য় রাজ্যপালের কড়া সমালোচনা]

প্রসঙ্গত, ১৯৪৮ সালে হিন্দুস্তান সমাচার তৈরি করেছিলেন তৎকালীন আরএসএসের প্রবীণ প্রচারক শিবরাম শংকর। সেই শিবরাম শংকরই আবার উগ্র হিন্দুত্ববাদী মতার্দশের প্রবক্তা এম এস গোলওয়ালকারের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ। ফলে হিন্দুস্তান সমাচারের খবরে পক্ষপাতিত্ব ও গেরুয়া-আদর্শের প্রভাব থাকবে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। আর সেই প্রভাব পড়বে আকাশবাণী ও দূরদর্শনেও।

এ প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রীর অফিস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “কেন্দ্র সরকার সংবাদের গেরুয়াকরণের চেষ্টা চালাচ্ছে। দূরদর্শন ও আকাশবাণীকে সংঘ পরিবারে মুখপত্রে পরিণত করার চক্রান্ত করছে। যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।” যদিও এ প্রসঙ্গে কেন্দ্র বা প্রসারভারতীর তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

[আরও পড়ুন: সুখবর! ক্রিসমাসেই কলকাতায় নয়া মেট্রো, শুরু হবে গঙ্গার নিচ দিয়ে পাতালপথে যাতায়াত]

এ প্রসঙ্গে বলে রাখা দরকার, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা নতুন কিছু নয়। রাজনৈতিক মহলের দাবি, ২০১৪ সাল থেকে এই চেষ্টা চালিয়ে আসছে বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর প্রসারভারতীর চেয়ারম্যান পদের জন্য কেন্দ্রের পছন্দ ছিল সংঘ ঘনিষ্ঠ সূর্য প্রকাশ। অভিযোগ, এরপর পিটিআইয়ের মাথায় নিজেদের পছন্দের লোককে বসানোর জন্য চাপ দিতে শুরু করেছিল কেন্দ্র। কিন্তু সেই চাপের কাছে মাথা নত করেনি সংবাদ সংস্থাটি। এবার প্রসারভারতীর সংবাদ সরবরাহকারী সূত্রে হিসেবে সংঘ পরিবারের সংবাদ সংবাদ সংস্থাকে বেছে নিল তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement