সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কনভয়। সোমবার সন্ধেয় কেরলের তিরুঅনন্তপুরমে পর পর ধাক্কা খেল মুখ্যমন্ত্রীর কনভয়ের একের পর এক গাড়ি। ঘটনায় কপালজোরে রক্ষা পান মুখ্যমন্ত্রী। তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বিজয়নের চোট আঘাত লাগেনি বলেই জানা যাচ্ছে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় এই দুর্ঘটনা ঘটে তিরুঅনন্তপুরমের বামনপুরম এলাকায়। এই এলাকা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কোট্টায়মে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে ধীর গতিতে স্কুটার নিয়ে এগোচ্ছিলেন এক মহিলা। রাস্তার মাঝখানে এসে গাড়িটি কার্যত থামিয়ে দেন তিনি। এর পর হঠাৎ ডানদিকে মোড় নেয় স্কুটারটি। সেই সময়ে দ্রুত গতিতে ছুটে আসছিল মুখ্যমন্ত্রীর কনভয়। মহিলা হঠাৎ মোড় ঘোরায় জরুরি ভিত্তিতে ব্রেক কষেন মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে থাকা গাড়িটি। এর পর সেই গাড়ির পিছনে ধাক্কা মারে দ্বিতীয় এসইউভি গাড়ি। একইভাবে পর পর একে অন্যের পিছনে ধাক্কা মারতে থাকে কনভয়ের সবকটি গাড়ি। কনভয়ের গাড়ির সঙ্গে থাকা একটি অ্যাম্বুলেন্সও দুর্ঘটনার শিকার হয়।
🚨 Kerala CM convey met with an accident. Who’s fault is it? pic.twitter.com/bBcDFzTE3y
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 28, 2024
হঠাৎ এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। কনভয়ের মাঝে থাকা মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে ফেলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর খবর নেওয়া হয়। অ্যাম্বুলেন্স থেকে ছুটে আসেন একজন মেডিক্যাল স্টাফ। যদিও ঘটনায় মুখ্যমন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আঘাত লাগেনি পিনারায় বিজয়নের।
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেরল পুলিশ। প্রাথমিকভাবে এটি নিছক দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। যদিও প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর কনভয় রাস্তা দিয়ে যাওয়ার সময় এত সামনে কীভাবে চলে এল ওই স্কুটার? কারণ, মুখ্যমন্ত্রীর ভিভিআইপির যাত্রাপথের সামনে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ফাঁকা রাখা হয় রাস্তা। সেখানে এই ঘটনা স্বভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.