Advertisement
Advertisement

Breaking News

কিডনি দিয়ে হিন্দু যুবককে বাঁচালেন কেরালার বিশপ!

বিশপের এই সিদ্ধান্ত যে সুরজকে নতুন জীবন দিতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না৷

Kerala Bishop to donate kidney to Hindu boy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 5:20 pm
  • Updated:May 29, 2016 7:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন ধর্মান্ধতা, অসহিষ্ণুতা বিতর্কে উত্তাল গোটা দেশ, অন্যদিকে এমন নজিরই দেখা যায় এই ভারতেই তা নিঃসন্দেহে প্রমাণ করে দেয়, সবার উপরে মানবধর্ম৷ এবার এক হিন্দু ছেলেকে নিজের কিডনি দিলেন কেরালার এক বিশপ৷
পোপ ফ্রান্সিসের দীক্ষায় দীক্ষিত বিশপ জোসেপ মারিকেন সাইরো মালাবার চার্চের প্রধান৷ মানুষকে সাহায্য করাই প্রধান লক্ষ্য বিশপের৷ আর তাই জীবনযুদ্ধে হারতে বসা সুরজের অবস্থার কথা যখন তিনি জানতে পারেন তখন মনে-প্রাণে তাঁকে নতুন জীবন ফিরিয়ে দিতে চেয়েছিলেন৷
ডায়ালিসিস চলতে থাকা সুরজকে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন পোপ৷ জানিয়েছেন, সাত বছর আগে ফাদার চিরামেল একইভাবে নিজের কিডনি দিয়ে এক ব্যক্তির জীবন বাঁচিয়েছিলেন৷ তিনিও ফাদারের কাজে অনুপ্রাণিত হয়ে সুরজকে সাহায্য করতে চান৷
বিশপের এই সিদ্ধান্ত যে সুরজকে নতুন জীবন দিতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না৷
চিকিৎসকরা এখন বিশপের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ জানা গিয়েছে, আগামী সপ্তাহে কোচিতে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হবে৷

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement