Advertisement
Advertisement
Kerala Assembly

‘একপাক্ষিক, অনৈতিক’, অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব পাশ কেরলে

আরও একাধিক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বিরোধী প্রস্তাব আসতে পারে।

Kerala Assembly passes resolution against Centre’s move to impose UCC | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 8, 2023 5:42 pm
  • Updated:August 8, 2023 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব পাশ করাল কেরল সরকার। কেন্দ্র এখনও চলতি বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল সংসদে পেশ করার কোনও ইঙ্গিত দেয়নি। তবে শীঘ্রই যে এই বিল সংসদে পেশ হতে পারে, সে সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আগেভাগেই কেরল সরকার প্রস্তাব পাশ করিয়ে রাখল।

মঙ্গলবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিরোধী প্রস্তাব পেশ করেন খোদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। তিনি দাবি করেন, কেন্দ্র অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কোনও বিল আনলে সেটা হবে একপাক্ষিক এবং তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত। আসলে বিজেপি (BJP) সরকার সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রকে বদলে দিতে চাইছে। কেরলের মুখ্যমন্ত্রী দাবি করেন, সংবিধান অনুযায়ী ভারতের প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে সেটা ছিনিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র।

Advertisement

[আরও পড়ুন: এবার বাংলাদেশে পুড়ল কোরান, প্রতিবাদে পথে জনপ্লাবন]

কেরল (Kerala) সরকারের আনা অভিন্ন দেওয়ানি বিধি বিরোধী এই প্রস্তাবকে সমর্থন করে কংগ্রেসও। ফলে কার্যত সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়ে যায়। তাৎপর্যপূর্ণভাবে এর আগে কেরলজুড়ে কেন্দ্রের অভিন্ন দেওয়ানি বিধি আইন আনার সম্ভাবনার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ হয়েছে। তাতে বাম-কংগ্রেস দুই শিবিরই শামিল হয়েছে। এবার সরাসরি বিধানসভায় যৌথ প্রস্তাব পাশ হল। যদিও এই ধরনের প্রস্তাবের কোনও কার্যকারিতা নেই। কেন্দ্র সংসদে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) আইন পেশ করলে এই প্রস্তাব তাতে কোনওরকম বাধাদান করতে পারবে না।

[আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, একধাক্কায় কমবে তাপমাত্রা]

প্রসঙ্গত, কেরলই প্রথম অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব আনল। তবে আগামী দিনে ইন্ডিয়া জোটের দখলে থাকা অন্যান্য রাজ্যেও এই ধরনের প্রস্তাব আনা হতে পারে। এরাজ্যেও এই ধরনের প্রস্তাব আনার কথা ভাবা হতে পারে বলে সূত্রের খবর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement