সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগেকার দুঃসহ দিনগুলির স্মৃতি ফিরছে? কেরল প্রশাসনের সাম্প্রতিকতম বিজ্ঞপ্তিতে এই প্রশ্ন উসকে উঠল। চিন থেকে হংকংয়ের ছড়িয়ে পড়া নতুন ভাইরাস HMPV-র দাপটের কথা উল্লেখ করে সরকারের তরফে জনতার উদ্দেশে পরামর্শ দেওয়া হয়েছে, আতঙ্ক ছড়াবেন না। তবে বাড়ির বাইরে যেতে মাস্ক ব্যবহার করুন। বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে অন্তঃসত্ত্বা ও বয়স্ক নাগরিকদের। তেলেঙ্গানাতেও একই সতর্কতা জারি হয়েছে বলে খবর। আর তাতেই চিন্তা বাড়ল জনতার। যদিও শনিবার স্বাস্থ্যমন্ত্রক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলা বাঞ্ছনীয়।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রবিবার এক সাংবাদিক বৈঠক করে জানান, ”আতঙ্কের কিছু নেই। তবে চিনে যে নতুন ভাইরাস ছড়িয়েছে, তার নিরিখে আমরা বলতে চাই, সকলে ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলুন। সংক্রমণ রুখতে বাড়ির বাইরে বেরলে মাস্ক ব্যবহার করুন। যদিও এখনও পর্যন্ত এদেশে বা এই রাজ্যে চিনের ওই ভাইরাস সংক্রমণের কোনও খবর নেই। এখনই আতঙ্ক ছড়াবেন না। কিন্তু চিনে সংক্রমণ হু হু করে ছড়াচ্ছে, তাই সাবধানতা অবলম্বন শ্রেয়।” এ প্রসঙ্গে তিনি আরও জানান, কর্মসূত্রে বিশ্বজুড়ে মালয়ালিরা ছড়িয়ে আছেন। তাঁদের মাধ্যমে সংক্রমণ ঢুকে পড়তে পারে। সেই কারণেই সতর্ক হওয়া প্রয়োজন।
দিনকয়েক আগে থেকে চিনে হিউম্যান মেটানিউমো ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। শীতের মরশুমে নিউমোনিয়ার মতো উপসর্গে ভুগছেন। হাসপাতালে রোগীদের ভিড়। যদিও চিনা স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এ ধরনের রোগ শীতকালে স্বাভাবিক। অস্বাভাবিক বা আতঙ্কের কিছু নেই। বিদেশিরা নিশ্চিন্তে ঘুরতে যেতে পারেন। কিন্তু পরিস্থিতি দেখে অনেকেই কোভিড কালের স্মৃতি খুঁজে পাচ্ছেন। আর চিন্তা সেখানেই। ২০২০ সালে এই চিন থেকেই গোটা বিশ্ব কোভিড মহামারীর সংক্রমণের কবলে পড়ে।
তবে HMPV নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করছে স্বাস্থ্যমন্ত্রক। শনিবার HMPV ভাইরাস নিয়ে জয়েন্ট মনিটরিং গ্রুপের বৈঠক ডাকা হয় মন্ত্রকের তরফে। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি জারি করে বলে, ”WHO-র তরফে যা খবর মিলছে, সেদিকে কড়া নজর রাখছেন আধিকারিকরা। আগামী দিনে কোনও বিপদ আসতে পারে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। চিনের পরিস্থিতি নিয়ে যথাসময়ে খবর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে WHO-কে। এই পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত স্বাস্থ্যমন্ত্রক।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.