Advertisement
Advertisement

মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেজরি

"মানুষ জানতে চান মোদি কতদূর পড়াশোনা করেছেন? তিনি কী আদৌ অর্থনীতিটা বোঝেন?"

Kejriwal Questions Modi's Educational Degree
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 4:21 pm
  • Updated:August 12, 2021 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন আম আদমি পার্টির এই শীর্ষ নেতা৷ জাতীয়  অর্থনীতি সম্পর্কে কী বোঝেন মোদি যে দেশজুড়ে বড় নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, প্রশ্ন তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

এদিন এক সাংবাদিক বৈঠকে কেজরি বলেন, “প্রধানমন্ত্রী নিজেই জানেন না তিনি ঠিক কী করছেন৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রকাশে আনা উচিত৷” মুখ্যমন্ত্রী আরও বলেন, “মোদিজির শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি মামলা গুজরাত হাই কোর্টের বিচারাধীন৷ ওই মামলার উপর আদালতের স্থগিতাদেশ চেয়ে প্রধানমন্ত্রী তাঁর ঘনিষ্ঠ ও সেরা আইনজীবী তুষার মেহতাকে নিয়োগ করেছেন৷ কেন এত ভয় মোদির?”

Advertisement

সাংবাদিক বৈঠকেই থেমে না থেকে পরে টুইটও করেন কেজরিওয়াল৷ সেখানে তিনি লেখেন, “গোটা দেশ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের ভুক্তভোগী৷ মানুষ জানতে চান মোদি কতদূর পড়াশোনা করেছেন? তিনি কী আদৌ অর্থনীতিটা বোঝেন?” একা মোদি নন, কেজরির বাক্যবাণ থেকে রেহাই পাননি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও৷ বিজেপি ও কংগ্রেস ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলছে বলে গতকাল অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ কপ্টার কেলেঙ্কারি থেকে পিঠ বাঁচাতেই কংগ্রেস-বিজেপি জোট বেঁধেছে তাঁর অভিযোগ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement