Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

দিল্লিতে বাজি নিষিদ্ধ করায় কেজরিওয়ালকে ‘ঔরঙ্গজেব’ বলে তোপ বিজেপির

মূল্যবৃদ্ধি নিয়েও তাঁকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী।

'Kejriwal just like Aurangzeb', says BJP leader Tajinder Bagga। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 23, 2022 9:10 pm
  • Updated:October 23, 2022 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছরই দীপাবলির সময় বাজির দাপটে প্রবল দূষণের সম্মুখীল হতে হয় দিল্লিকে। কিন্তু এবার রাজধানীতে বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এমন পদক্ষেপের জন্য তাঁকে পড়তে হয়েছে বিজেপির রোষানলে। তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আপ সুপ্রিমোকে ঔরঙ্গজেবের সঙ্গেও তুলনা করেছেন বিজেপি নেতা তজিন্দর পাল সিং বাগ্গা। এছাড়াও বিনামূল্যে বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবার প্রতিশ্রুতি দেওয়ার জন্য তাঁকে কটাক্ষ করেছেন খোদ প্রধানমন্ত্রী। রবিবার সেই সমালোচনার জবাব দিয়ে কেজরিওয়ালের পালটা তোপ, নেতারা নানা সুবিধা পেতে পারেন অথচ আমজনতা সুবিধা পেলেই সমস্যা!

টুইটারে একটি পোস্ট করেছেন কেজরিওয়াল। সেখানে মোদির ভিডিওটি তিনি জুড়ে দেন। সেই সঙ্গে লেখেন, ‘মূল্যবৃদ্ধির চোটে সাধারণ মানুষ বিধ্বস্ত। জনতাকে বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা, ওষুধ, বিদ্যুৎ কেন পাওয়া উচিত নয়? নেতাদের তো কত সুবিধা মেলে বিনামূল্যে। কত ধনীদের ঋণ মকুব করে দেয় ব্যাংকগুলি। বারবার বিনামূল্যের খোঁটা দিয়ে অপমান করবেন না।’

Advertisement

[আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভার থেকে বিরাটকে কোলে তুলে রোহিতের নাচ, ভারত-পাক ম্যাচের সেরা ৫ মুহূর্ত]

এদিকে তজিন্দর পাল সিং বাগ্গা কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেছিলেন, ”উনি ছট পুজোর সময় নিষেধাজ্ঞা জারি করলেন। আবার দশেরাতেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন। দিওয়ালিতেও বাজি নিষিদ্ধ। কেজরিওয়ালই প্রথম নেতা নন যিনি বাজি নিষিদ্ধ করলেন। এর আগে ঔরঙ্গজেবও একই কাজ করেছিলেন।”

প্রসঙ্গত, সম্প্রতি বারবার আপের সঙ্গে বিজেপির টক্কর লাগতে দেখা গিয়েছে। গুজরাট নির্বাচনের আগে প্রচার, পালটা প্রচারে সেই টক্কর আরও চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে বিনামূল্যে পরিষেবা থেকে দিওয়ালিতে বাজি নিষিদ্ধ করা, নানা পদক্ষেপেই কেজরিওয়ালকে তোপ দাগতে শুরু করেছে গেরুয়া শিবির। পালটা তোপ দেগে চলেছেন কেজরিওয়ালও।

[আরও পড়ুন: টোলে চলছে প্রশিক্ষণ, এবছর নদিয়ায় কালীপুজো করবেন মহিলা পুরোহিতরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement