সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস (Corona Virus) -র জেরে বিশ্বজুড়ে বাড়ছে হাহাকার। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। এর ফলে ইতিমধ্যেই চার হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে মৃতের সংখ্যা। গোটা পৃথিবীতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আট লক্ষ। আর ৪২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চিনে পরিস্থিতির উন্নতি হলে বাকি বিশ্বের মতো ভারতেও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা।
If anyone loses their life while serving #COVID19 patients, whether sanitation workers, doctors or nurses, their family will be provided Rs 1 crore as respect to their service. Whether they are from private or government sector doesn’t matter: Delhi Chief Minister Arvind Kejriwal pic.twitter.com/UJdnHmbC2Z
— ANI (@ANI) April 1, 2020
বুধবার দুপুর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩৮ জনের (তিন বিদেশি-সহ ৪১)। দেশের রাজধানী দিল্লিতেও এখনও পর্যন্ত ১২০ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। এর মধ্যে কয়েকজন চিকিৎসকও রয়েছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা ও সাফাইয়ের কাজে যুক্ত থাকা মানুষদের মৃত্যু হলে, তাঁর পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল।
বুধবার দুপুরে স্বাস্থ্য পরিষেবা ও সাফাইয়ের কাজে যুক্ত থাকা মানুষদের ভূয়সী প্রশংসা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় তিনি বলেন, ‘একজন সৈনিকের থেকে আপনাদের অবদান কিছু কম নয়। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে কোনও সরকারি বা বেসরকারি চিকিৎসক, নার্স ও সাফাইকর্মীর যদি মৃত্যু হয়। তাহলে সরকার তাঁর পরিবারকে এক কোটি টাকা দেবে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.