সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩ সালে কেদারনাথে ভয়াবহ বন্যা ও ধস প্রাণ কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের। নিঃস্ব হয়ে গিয়েছিলেন ৫০ হাজারেরও বেশি মানুষ। কেদারনাথ দর্শন করতে গিয়ে আটকে পড়েছিলেন বহু পর্যটক। ঘরছাড়া হয়েছিল অসংখ্য শিশু। এবার সেই দরিদ্র শিশুদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাবা রামদেব। কেদারনাথের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ১০০ জনেরও বেশি শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা ও থাকার জন্য হস্টেলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়ে দিলেন যোগগুরু।
Uttarakhand: Baba Ramdev to provide free education & hostel facilities to more than 100 destitute children of 2013 Kedarnath tragedy pic.twitter.com/JPpHx8KXg4
— ANI (@ANI_news) June 3, 2017
শনিবার দেবপ্রয়াগে রামদেবের পতঞ্জলি সেবাশ্রম এবং সংস্কৃত গুরুকুলের উদ্বোধন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং। রামদেবের এই উদ্যোগে কেদারনাথে ক্ষতিগ্রস্ত শিশুরা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। জীবন যুদ্ধে নতুন করে লড়াইয়ের আত্মবিশ্বাস পাবে। তাই রামদেবের এমন প্রয়াসের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীও। আনুমানিক ১৫ কোটি টাকা খরচ করে শিশুদের জন্য এই সেবাশ্রম ও গুরুকুল তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিমাসে প্রত্যেক শিশুর থাকা ও শিক্ষার জন্য অন্তত ১৫ হাজার টাকা খরচ করা হবে।
উল্লেখ্য, এর আগে হরি সেবা আশ্রমের জন্মবার্ষিকী অনুষ্ঠানে উত্তরাখণ্ডের গ্রামগুলির পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন যোগগুরু। কাজের অভাবে উত্তরাখণ্ডের পিছিয়ে পড়া ছোট ছোট গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে অন্যস্থানে চলে যাওয়ার প্রবণতা দেখা যায়। ফলে যত দিন যাচ্ছে, ততই সেইসব গ্রামের লোকসংখ্যা কমে যাচ্ছে। এই স্থানান্তরণ রুখতেই এগিয়ে এসেছেন রামদেব। তিনি বলেন, গ্রামে থেকেই চাকরি করতে পারবে আম আদমি। গ্রামবাসীদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে পতঞ্জলি সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.