ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর জঙ্গি হানায় সন্ত্রস্ত ভূস্বর্গ (Jammu and Kashmir)। যার মধ্যে অন্যতম গত মঙ্গলবার রাতে কাঠুয়া (Kathua) গ্রামের সন্ত্রাসবাদী হামলা। জানা গিয়েছিল, দুজন জঙ্গি আচমকাই রাতের অন্ধকারে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। নিরাপত্তারক্ষীদের গুলিতে অবশ্য শেষপর্যন্ত দুজনই মারা যায়। তাদের কাছে উদ্ধার হওয়া জিনিসপত্র ভাবাচ্ছে প্রশাসনকে। জানা গিয়েছে, ফের পাকিস্তান (Pakistan) যোগের প্রমাণ মিলেছে উপত্যকার জঙ্গি হামলায়।
পুলিশ সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও অন্যান্য জিনিস থেকে দেখা গিয়েছে এদের মধ্যে ছিল পাকিস্তানি সরঞ্জাম। এক মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে মাইক্রো স্যাটেলাইট ফোন। এছাড়াও নাইটস্কোপ ও ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস যুক্ত একটি এম৪ রাইফেলও পাওযা গিয়েছে। এসবই পাকিস্তানই জোগান দিয়েছে বলে মনে করা হচ্ছে। সন্দেহ, হয়তো পাক সেনা সরাসরি যুক্ত রয়েছে এই হামলার সঙ্গে। এছাড়াও জঙ্গিদের কাছ থেকে পাকিস্তানি চকোলেট, শুকনো খাবার, চাপাটি পাওয়া গিয়েছে। তাদের কাছে ৫০০ টাকার নোটে প্রায় ১ লক্ষ টাকাও উদ্ধার করেছে নিরাপত্তারক্ষীরা।
এদিকে রবিবার মোদির (PM Modi) শপথগ্রহণ অনুষ্ঠানের সময়েই তীর্থযাত্রীদের বাসে গুলি চালায় জঙ্গিরা। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কিন্তু এর পরও থামে গুলিবর্ষণ! গুলিতে গুলিতে বাসটিকে ঝাঁজরা করে দিয়ে সমস্ত যাত্রীকে মেরে ফেলাই ছিল উদ্দেশ্য। এই ভয়াবহ হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৪৩। সেই হামলার ঘটনায় অন্তত ৫০ জনকে আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওই হামলার জঙ্গিযোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। পাশাপাশি আরও জানা যাচ্ছে, ৪ জঙ্গির স্কেচ প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। সন্ধান দিলে ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণাও করা হয়েছে। গতকাল, বৃহস্পতিবার ইটালি উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। শোনা গিয়েছে, কাশ্মীরে সন্ত্রাস রুখতে সর্বশক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.