Advertisement
Advertisement

চাপের মুখে উলটো সুর কাঠুয়া গণধর্ষণে পদত্যাগী মন্ত্রীর গলায়

'সিবিআই তদন্ত চাইনি, পুলিশ দারুণ কাজ করেছে।'

Kathua rape: BJP ministers who defended Asifa’s rapists backtrack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2018 1:44 pm
  • Updated:December 7, 2018 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঠুয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের পক্ষ নেওয়ায় মন্ত্রিত্ব হারানোর ২৪ ঘণ্টাও কাটেনি। তার আগেই ভোলবদল পদত্যাগী মন্ত্রী চন্দ্রপ্রকাশ গঙ্গার। নৃশংস ওই কাণ্ডে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে গোটা দেশের রোষের মুখে পড়ে শুক্রবারই পদ খুইয়েছেন মেহবুবা মুফতি সরকারের এই শিল্পমন্ত্রী। আর শনিবারই তিনি দাবি করলেন, পুলিশ দারুণ কাজ করেছে। মাত্র আট বছরের নিষ্পাপ আসিফাকে গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের মাত্র ১০ দিনের মধ্যে গ্রেপ্তার ও চার্জশিট পেশ করায় পুলিশের প্রশংসা করেন তিনি। বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি সিবিআই তদন্ত চাই না।’

[অঙ্কে ভুল করায় দ্বিতীয় শ্রেণির ছাত্রের গলায় বেত ঢুকিয়ে শাস্তি শিক্ষকের]

অথচ, রাজ্য সরকারের এই মন্ত্রী ও আর এক ‘গুণধর’ মন্ত্রী লাল সিং, দুজনে মিলে হিন্দু একতা মঞ্চের ব্যানারের নিচে কাঠুয়া গণধর্ষণের মূল অভিযুক্তদের পাশে দাঁড়াতে জনমত গড়ে তোলার চেষ্টা করেন। উসকে দেন স্থানীয় হিন্দুদের। পুলিশকে এই তদন্তে বাধা দিয়ে সিবিআই তদন্তের দাবি তোলেন। কিন্তু আসিফা কাণ্ড প্রকাশ্যে এসে যাওয়ার পর যেভাবে গোটা দেশ ওই দুই মন্ত্রী ও অভিযুক্তদের মুণ্ডপাত করছে, দেখেই চাপে পড়ে গিয়েছে বিজেপি। জনরোষকে শান্ত করতে শুক্রবার রাতে নয়াদিল্লিতে মুখ খুলতে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশ্বাস দেন, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। আর তারপরই শনিবার ভোলবদল করলেন একদা অভিযুক্তদের পাশে দাঁড়ানো মন্ত্রী। আর এক মন্ত্রী লাল সিং তো একধাপ এগিয়ে বলেই ফেললেন, ‘৮ বছরের শিশুকে যারা ধর্ষণ করে খুন করেছে তাদের গ্রেপ্তার করা উচিত।’

Advertisement

অথচ, কাঠুয়া কাণ্ডের পর এলাকায় পুলিশকে ঢুকতে দেননি এই চন্দ্রপ্রকাশ গঙ্গাই। সেদিন মঞ্চের উপর দাঁড়িয়ে চিৎকার করে ওঠেন, ‘এসএসপি-কে ডেকে আনুন আগে। এখানে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কী ভেবেছেন টা কী?’ অথচ, আজ ১৮০ ডিগ্রি ঘুরে মন্ত্রীর দাবি, উত্তেজনা বাড়ছে দেখে তিনি এলাকাবাসীকে শান্ত করতে গিয়েছিলেন। তাঁর এদিনের মন্তব্যে অবশ্য চিড়ে ভিজছে না। কংগ্রেস-সহ বিরোধী দলগুলির লাগাতার চাপে ইতিমধ্যেই পদ খুইয়েছেন দুই মন্ত্রীই। আর এবার বিরোধীরা তাঁদের বিরুদ্ধে আইনি মামলার দাবি জানিয়েছেন। আক্রমণ শানিয়েছে উপত্যকায় বিজেপির জোটসঙ্গী পিডিপি-ও। দেশজোড়া চাপের মুখে দল তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।

[দোষীরা শাস্তি পাবেই, কাঠুয়া-উন্নাও কাণ্ডে অবশেষে মুখ খুললেন মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement