Advertisement
Advertisement

পুলওয়ামা কাণ্ডের জের, মহারাষ্ট্রে প্রহৃত কাশ্মীরের পড়ুয়ারা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মারধরের ভিডিও৷

 Kashmiri students beaten up in Maharashtra by Shiv Sena
Published by: Tanujit Das
  • Posted:February 22, 2019 9:00 am
  • Updated:February 22, 2019 9:01 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হানার পর সমগ্র দেশজুড়ে কাশ্মীরিদের উপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে৷ যা নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ কিন্তু তাতেও থামছে না অত্যাচার৷ এবার মহারাষ্ট্রে কয়েকজন কাশ্মীরি যুবককে অত্যাচার করার অভিযোগ উঠল যুব শিব সেনা সদস্যদের বিরুদ্ধে৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই মারধরের ভিডিও৷ যা নির্বাচনের আগে অস্বস্তিতে ফেলেছে উদ্ধব ঠাকরের দলকে৷ একপ্রকার বাধ্য হয়েই মুখ খুলেছেন যুব শিব সেনার সভাপতি তথা উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে৷ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি৷ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে৷ ইতিমধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ৷ বাকিদের খোঁজ চলছে৷

[কংগ্রেসের টাস্ক ফোর্সে যোগ দিলেন সার্জিক্যাল স্ট্রাইকের ‘নায়ক’]

Advertisement

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভতমাল এলাকায়৷ জানা গিয়েছে, প্রহৃত কাশ্মীরি যুবকরা দয়াভাই প্যাটেল ফিজিক্যাল ইডুকেশন কলেজের পড়ুয়া৷ ঘটনার সময় হোটেল থেকে রাতের খাবার খেয়ে ফিরছিলেন তাঁরা৷ এমন সময় একদল যুব শিব সেনা সমর্থক প্রথমে তাঁদের রাস্তা আটকায়৷ প্রশ্ন করে, কোন রাজ্য থেকে সেখানে এসেছেন তাঁরা৷ অভিযোগ, ওই পড়ুয়ারা কাশ্মীর থেকে এসেছে শুনেই, তাঁদের মারধর শুরু করে শিব সেনার সদস্যরা৷ কিল, চড়, ঘুসি মারা হয় ওই পড়ুয়াদের৷ তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়৷ এরপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন প্রহৃত যুবকরা৷ তাঁরা জানায়, মারতে মারতে তাঁদের জঙ্গি বলেও অভিহিত করেছে ওই অভিযুক্ত শিব সেনা যুবকরা৷ তাঁদের হুমকি দেওয়া হয়েছে, কাশ্মীরে ফিরে যাওয়ার৷ নাহলে প্রাণে মেরে ফেলা হবে৷

[বিজেপির পালটা, ডিএমকের সঙ্গে জোটের রফা সেরে ফেলল কংগ্রেসও]

স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই দোষীদের খোঁজ শুরু হয়৷ বৃহস্পতিবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ৷ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় শিবসেনার বিরুদ্ধে সরব হয়েছে নেটিজেনরা৷ নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ ফলে নড়েচড়ে বসেছে শিব সেনা৷ ঘটনার নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন যুব শিব সেনা সভাপতি উদ্ধব ঠাকরে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement