Advertisement
Advertisement
কাশ্মীর

‘কাশ্মীর কোনওদিনই তোমাদের ছিল না, অযথা কাঁদছ কেন’, পাকিস্তানকে কটাক্ষ রাজনাথের

পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার রক্ষায় মন দিকে পাকিস্তান, পরামর্শ প্রতিরক্ষা মন্ত্রীর।

Kashmir was never yours, why keep crying over it: Rajnath Singh

রাজনাথ সিং

Published by: Soumya Mukherjee
  • Posted:August 29, 2019 2:44 pm
  • Updated:August 29, 2019 3:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর কোনওদিনই পাকিস্তানের অংশ ছিল না। তাহলে অযথা ওরা কেন এই বিষয়টি নিয়ে এতদিন ধরে কান্নাকাটি করছে? বৃহস্পতিবার লেহ-তে আয়োজিত ২৬ তম কিষাণ-জওয়ান-বিজ্ঞান মেলায় যোগ দিয়ে এই প্রশ্নই করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

[আরও পড়ুন: জাতীয় ক্রীড়া দিবসে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]

কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করতে তিনি বলেন,’ আমি পাকিস্তানকে প্রশ্ন করতে চাই, কাশ্মীর কবে পাকিস্তানের ছিল যে তা নিয়ে তোমরা কান্নাকাটি করছ। যখন পাকিস্তান তৈরি হয়েছিল তখন আমরা তার অস্তিত্বকে মেনে নিয়েছিলাম। কিন্তু, কাশ্মীরের ক্ষেত্রে অধিকার না থাকলেও বিনা কারণে উত্তেজনা তৈরির চেষ্টা করছে ওরা।’

Advertisement

পাকিস্তানকে আক্রমণ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত সবসময়ই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। কিন্তু, সেই সুযোগে এদেশে সন্ত্রাসবাদী হামলা চালানোর ছক করে পাকিস্তান। তাই যতদিন না ভারতের মাটিতে তারা সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে ততদিন কোনও আলোচনা হবে না। তাছাড়া কাশ্মীর নিয়ে কথা বলার আগে ওদের নিজেদের দিকে তাকানো উচিত। আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে
তা বন্ধ করা উচিত। এই বিষয়ে কোনও দেশই পাকিস্তানের পাশে নেই। কাশ্মীর ইস্যুতেও কাউকে পাশে পাচ্ছে না ওরা।’

[আরও পড়ুন: কারগিলের কায়দায় হামলার ছক, গুজরাট উপকূলে ওঁৎ পেতে পাক কমান্ডো বাহিনী]

গত ১৬ আগস্ট হরিয়ানার মুখ্যমন্ত্রীর মনোহরলাল খাট্টারের জন আশীর্বাদ যাত্রায় অংশ নিতে পাঁচকুল্লা গিয়েছিলেন রাজনাথ সিং। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, ‘জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্যই ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। আর আমাদের প্রতিবেশী আন্তর্জাতিক সম্প্রদায়গুলির কাছে বলছে যে ভারত ভুল করেছে। আমরা পাকিস্তানের সঙ্গে তখনই কথা বলব, যখন ওরা সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে। আর সেই কথা যদি হয়, তাহলে এখন শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement