সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর ভারতের ছিল, ভারতেরই থাকবে৷ কোনও ক্ষমতাই এই সত্যকে বদলে দিতে পারবে না৷ কোনও রাখঢাক না রেখেই এবার কাশ্মীর প্রসঙ্গে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং৷
রবিবার হরিদ্বারের এক জনসভায় গিয়ে রাজনাথ সিং বলেন, “কাশ্মীরে গণভোট চায় পাকিস্তান৷ কিন্তু একটা জিনিস তারা যেন মাথায় রাখে৷ কাশ্মীর ভারতের অংশ ছিল এবং চিরকাল থাকবে৷ এবার বরং পাকিস্তানে গণভোটের আয়োজন করা হোক৷ সেখানে ওরা সিদ্ধান্ত নিক তাদের নাগরিকরা সেই দেশেই থাকবে নাকি ভারতের সঙ্গে হাত মেলাবে৷”
ভারত-পাক সম্পর্কের উন্নতি ঘটাতে একাধিকবার প্রয়াস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এমনকী, গত বছর পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোদি৷ কিন্তু চিড়ে ভেজেনি৷ পাঠানকোট থেকে উরি, ভারতীয় সীমান্তে একের পর এক জঙ্গি হানা চালিয়েছে প্রতিবেশী রাষ্ট্র৷ এদিন ফের দুই দেশের সম্পর্কের তিক্ততার জন্য পাকিস্তানকেই দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি বলেন, “ভারত সবসময় দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে৷ কিন্তু ইসলামাবাদই সুসম্পর্ক গড়ে তুলতে দেয়নি৷ ওদের সন্ত্রাস বন্ধ করা উচিত৷ আর কাশ্মীরে যাঁরা গণভোট চাইছে, তাদের রোখা দরকার৷” পাকিস্তানের জন্যই দুই দেশের মধ্যে সম্প্রীতি সম্ভব হচ্ছে না বলেই মনে করেন তিনি৷
পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রকে আরও একবার নিজেদের ক্ষমতার কথা মনে করিয়ে দিলেন রাজনাথ সিং৷ “সার্জিক্যাল স্ট্রাইক করে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছিলাম আমরাও শক্তিশালী পদক্ষেপ নিতে তৈরি৷ ভারত নিঃসন্দেহে শান্তিপ্রিয় দেশ৷ কিন্তু ভারতকে কমল ভাবলে ভুল হবে৷ কেউ আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমরাও ছেড়ে কথা বলব না৷” পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজনাথ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.