Advertisement
Advertisement

কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা, খতম ২ জঙ্গি

শহিদ এক জওয়ান৷

Kashmir: security forces foil infiltration bid , 2 militants killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2017 5:32 am
  • Updated:September 16, 2017 5:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কাশ্মীরের ফের পাক জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী৷ সেনার গুলিতে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি৷ এদিকে শনিবার ফের আর্নিয়ায় ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷

[মাত্র তিন মিনিটেই খতম অমরনাথ হামলার মূলচক্রী আবু ইসমাইল]

Advertisement

শনিবার সকালে কুপওয়ারা জেলার মিছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে  ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ কিন্তু, সেনাবাহিনীর তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যায়৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে দু’জন পাক জঙ্গির নিকেশ হওয়া খবর পাওয়া গিয়েছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে৷ এদিকে কাশ্মীরে যেমন জঙ্গি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, তেমনি সংঘর্ষ বিরতি লঙ্ঘনও অব্যাহত৷ বস্তুত, আর্নিয়াতেই ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা৷ সেনা সূত্রে খবর, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত আর্নিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় সেনা ছাউনিগুলিকে লক্ষ্য করে লাগাতার গুলি বর্ষণ করেছে পাক-সেনা৷ পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও৷ বৃহস্পতিবার রাতেও সাম্বা জেলায় আর এস পুরা সেক্টরের আর্নিয়ায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক সেনা৷ ঘটনায় এক বিএসএফ জওয়ান শহিদ হন৷ আহত হন একজন স্থানীয় বাসিন্দাও৷

 

[বাল্মিকীদের বয়কট নাপিতদের, অস্পৃশ্যতা প্রশ্নে তোলপাড় যোগীর রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement