সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্লামেন্ট হামলার মূলচক্রী আফজল গুরুর মৃত্যুর চতুর্থ মৃত্যুবার্ষিকী বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে বৃহস্পতিবার থমথমে কাশ্মীর৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকাকে৷ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী৷ বন্ধ রয়েছে দোকানপাট৷ বানিহাল থেকে বারামুল্লা ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে৷
রেল সূত্রে জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে৷ আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে আজ কাশ্মীরে বনধ ডেকেছে কয়েকটি বিচ্ছিন্নতাকামী সংগঠন৷
২০০১-এ পার্লামেন্টে হামলায় পাঁচ হামলাকারী-সহ মোট ১৪ জনের মৃত্যু হয়৷ ওই হামলার মাস্টারমাইন্ড আফজলকে ২০১৩-য় আজকের দিনে তিহার জেলে ফাঁসি দেওয়া হয়৷ তার দেহ সমাধিস্থ করা হয় তিহার জেলেই৷ উত্তর কাশ্মীরের সাপুর টাউনের দু অবগাহ গ্রামে আফজলের জন্ম হয়৷ তার ফাঁসির প্রতিবাদে ও দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিতে এদিন ভূস্বর্গে বনধ ডেকেছে বিচ্ছিন্নতাকামীরা৷
#Kashmir today remembers & pays tribute to Shaheed Afzal Guru on his 4th martyrdom anniversary.Resistance will continue till Freedom #Azaadi
— Mirwaiz Umar Farooq (@MirwaizKashmir) February 9, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.