Advertisement
Advertisement

জঙ্গি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করার অভিযোগ, এনআইএ-র জালে পুলিশ আধিকারিক

চার হিজবুল জঙ্গির সঙ্গে মেসেজে কথা বলত ওই আধিকারিক৷

Kashmir police SP arrested for aiding terror outfit
Published by: Sayani Sen
  • Posted:August 29, 2018 2:31 pm
  • Updated:August 29, 2018 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে আল কায়দা শক্তি বাড়াচ্ছে। জেহাদের ডাকে সাড়া দিয়ে জঙ্গি সংগঠনটিতে যোগ দিচ্ছে উপত্যকার তরুণরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চাঞ্চল্যকর রিপোর্টে চিন্তা বেড়েছে প্রশাসনের। এই রিপোর্ট প্রকাশের পর দিনকয়েক যেতে না যেতেই এনআইএ-র জালে জম্মু-কাশ্মীরের এক পুলিশ আধিকারিক৷ কাশ্মীরি যুবকদের জঙ্গি প্রশিক্ষণ নিতে উদ্বুদ্ধ করার অভিযোগে গ্রেপ্তার করা হল তাকে৷ ধৃত পুলিশ আধিকারিক ফিরোজ আহমেদ লোন, জম্মুর আম্ফালা সংশোধনাগারের সুপার ছিল৷ মাত্র পাঁচমাস আগেই ওই সংশোধনাগারের সুপারের দায়িত্ব পায় সে৷ ইতিমধ্যেই ধৃত বেশ কয়েকজন জঙ্গির সঙ্গে ফিরোজ আহমেদ লোনের যোগাযোগ রয়েছে বলেই ইঙ্গিত পেয়েছেন এনআইএ তদন্তকারীরা৷

[ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ ২ হিজবুল জেহাদি]

বেশ কয়েকদিন আগে সুহেল আহমেদ ভাট ও দানিশ গুলাম লোন নামে দু’জনকে গ্রেপ্তার করে এনআইএ৷ গ্রেপ্তারের সময় ধৃতদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়৷ সীমান্ত পেরিয়ে ওই অস্ত্রশস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছে দেওয়াই উদ্দেশ্য ছিল সুহেল আহমেদ ভাট ও দানিশ গুলাম লোনের৷ তাদের জেরা করে সামনে আসে ইশাক পাল্লা নামে আরও একজনের নাম৷ তদন্তকারীরা জানতে পারেন, উপত্যকায় হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করত ইশাক পাল্লা৷ গত মঙ্গলবারই ইশাককে গ্রেপ্তার করে এনআইএ৷

Advertisement

[বাড়ছে আল কায়দায় নাম লেখানোর হিড়িক, অশনিসংকেত কাশ্মীরে]     

ওই জঙ্গিকে গ্রেপ্তারির পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এনআইএ-র জালে ধরা পড়ে জম্মুর আম্ফালা সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট৷ তদন্তকারীদের দাবি, উপত্যকার যুবকদের জঙ্গি প্রশিক্ষণ নিতে উদ্বুব্ধ করত লোন৷ এছাড়া জঙ্গিদের হাতে অস্ত্রশস্ত্রও তুলে দেওয়ার কাজে লিংকম্যান হিসাবেও কাজ করত সে৷ এনআইএ-র দাবি, গত বছর ২৫ অক্টোবর শ্রীনগরের কেন্দ্রীয় সংশোধনাগারে বসেই সুহেল আহমেদ ভাট ও দানিশ গুলাম লোনের সঙ্গে একটি বৈঠকও করে ওই পুলিশ আধিকারিক৷ এমনকী জঙ্গিদের সঙ্গে মেসেজেও কথাবার্তা বলত সে৷ হিজবুল মুজাহিদিন জঙ্গি ইশাক পাল্লা ও পুলিশ আধিকারিক ফিরোজ আহমেদ লোনকে মুখোমুখি বসিয়ে জেরার ভাবনাচিন্তা করছে এনআইএ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement