সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক রেঞ্জার্সদের ভারী শেলিংয়ের আঘাতে আহত হলেন অন্তত চারজন ভারতীয় নাগরিক। শুক্রবার জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে ব্যাপক গোলাগুলি ছুঁড়তে শুরু করেছে পাক সেনা। আর্নিয়া, আর এস পুরা ও রামগড় সেক্টরে পাক সেনার হামলায় অন্তত চারজন গ্রামবাসী আহত হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। পাক গোলার আঘাতে দু’টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ করে সীমান্ত লাগোয়া গ্রামগুলি থেকে ৭০০-রও বেশি গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে সেনা।
#FLASH: Two terrorists apprehended by J&K Police from Banihal;both responsible for recent Banihal attack on SSB jawans & snatching of rifles pic.twitter.com/KqiR0bi4j3
— ANI (@ANI) September 22, 2017
Banihal (J&K): The two apprehended terrorists have been identified as Arif and Ghazanfar; weapons have been recovered from them.
— ANI (@ANI) September 22, 2017
অন্যদিকে, জঙ্গিদমন অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। শুক্রবার যৌথবাহিনী সূত্রে জানানো হয়েছে, উপত্যকার বানিহাল থেকে দু’জন জঙ্গিকে জীবন্ত গ্রেপ্তার করা হয়েছে। ‘সশস্ত্র সীমা বল’ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের আধিকারিকরা বুধবার এই অভিযান চালিয়ে ওই দু’জন জঙ্গিকে প্রচুর অস্ত্রশস্ত্র-সহ গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একে-৪৭, ইনসাস রাইফেল উদ্ধার হয়েছে। ধৃত দুই জঙ্গির নাম গজনফর ও আরিফ বলে জানিয়েছেন এসএসবি কমান্ডোরা। চেনাব উপত্যকায় জঙ্গি কার্যকলাপে তাদের যুক্ত থাকার প্রমাণ রয়েছে সেনার হাতে। ধৃত দুই জঙ্গি আর তাদের এক সঙ্গী মিলে সম্প্রতি কাশ্মীরে এক এসএসবি জওয়ানকে হত্যা করেছে। জঙ্গিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্তারা।
#Visuals of 2 terrorists apprehended by J&K Police from Banihal for the recent attack on SSB jawans & snatching of rifles; weapons recovered pic.twitter.com/xayLZ35UKI
— ANI (@ANI) September 22, 2017
চলতি সপ্তাহে লাগাতার অভিযান চালিয়ে একাধিক বড় সাফল্য পেয়েছে সেনা। সম্প্রতি পাঞ্জাবের অমৃতসরের কাছে আনজালা সেক্টরে বিএসএফের গুলিতে নিকেশ হয় দুই পাক জঙ্গি। স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র সহযোগে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের ছক কষছিল। জঙ্গিদের কাছ আগ্নেয়াস্ত্র ছাড়াও বেশ কয়েক প্যাকেট হেরোইন উদ্ধার করেছে সেনা। পাক মুদ্রায় উদ্ধার হয়েছে ২০ হাজার টাকাও।
Managed to nab them within 30 hours; spoke to their family members: Basant Rath, DIG Doda Kishtwar range on two terrorists arrested #Banihal pic.twitter.com/3NAJLu25qv
— ANI (@ANI) September 22, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.