Advertisement
Advertisement

Breaking News

সীমান্তে পাক সেনার হামলা, ৭০০ বাসিন্দাকে সরালেন জওয়ানরা

আর্নিয়া সেক্টরে ব্যাপক গোলাগুলি পাক রেঞ্জার্সের...

Kashmir: Pakistan breaks truce in Arnia sector
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2017 10:45 am
  • Updated:September 22, 2017 10:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক রেঞ্জার্সদের ভারী শেলিংয়ের আঘাতে আহত হলেন অন্তত চারজন ভারতীয় নাগরিক। শুক্রবার জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে ব্যাপক গোলাগুলি ছুঁড়তে শুরু করেছে পাক সেনা। আর্নিয়া, আর এস পুরা ও রামগড় সেক্টরে পাক সেনার হামলায় অন্তত চারজন গ্রামবাসী আহত হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। পাক গোলার আঘাতে দু’টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ করে সীমান্ত লাগোয়া গ্রামগুলি থেকে ৭০০-রও বেশি গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে সেনা।


অন্যদিকে, জঙ্গিদমন অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। শুক্রবার যৌথবাহিনী সূত্রে জানানো হয়েছে, উপত্যকার বানিহাল থেকে দু’জন জঙ্গিকে জীবন্ত গ্রেপ্তার করা হয়েছে। ‘সশস্ত্র সীমা বল’ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের আধিকারিকরা বুধবার এই অভিযান চালিয়ে ওই দু’জন জঙ্গিকে প্রচুর অস্ত্রশস্ত্র-সহ গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একে-৪৭, ইনসাস রাইফেল উদ্ধার হয়েছে। ধৃত দুই জঙ্গির নাম গজনফর ও আরিফ বলে জানিয়েছেন এসএসবি কমান্ডোরা। চেনাব উপত্যকায় জঙ্গি কার্যকলাপে তাদের যুক্ত থাকার প্রমাণ রয়েছে সেনার হাতে। ধৃত দুই জঙ্গি আর তাদের এক সঙ্গী মিলে সম্প্রতি কাশ্মীরে এক এসএসবি জওয়ানকে হত্যা করেছে। জঙ্গিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্তারা।

চলতি সপ্তাহে লাগাতার অভিযান চালিয়ে একাধিক বড় সাফল্য পেয়েছে সেনা। সম্প্রতি পাঞ্জাবের অমৃতসরের কাছে আনজালা সেক্টরে বিএসএফের গুলিতে নিকেশ হয় দুই পাক জঙ্গি। স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র সহযোগে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের ছক কষছিল। জঙ্গিদের কাছ আগ্নেয়াস্ত্র ছাড়াও বেশ কয়েক প্যাকেট হেরোইন উদ্ধার করেছে সেনা। পাক মুদ্রায় উদ্ধার হয়েছে ২০ হাজার টাকাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement