Advertisement
Advertisement

Breaking News

PM Modi

কাশ্মীরে মোদির সঙ্গে সেলফি তুলে ভাইরাল পুলওয়ামার তরুণ, কে এই নাজিম নাজির?

নাজিমের কাজে মুগ্ধ হয়ে তাঁর সঙ্গে তোলা সেলফি নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেন মোদি।

Kashmir man clicked selfie with PM Modi

ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Anwesha Adhikary
  • Posted:March 7, 2024 5:03 pm
  • Updated:March 7, 2024 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কাজ মুগ্ধ করেছে প্রধানমন্ত্রীকে। ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীর সফরে গিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) স্বয়ং তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। তার পরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন কাশ্মীরি তরুণ নাজিম নাজির।

কে এই নাজিম? পুলওয়ামার (Pulwama) এই তরুণ পেশায় মধু ব্যবসায়ী। দশম শ্রেণিতে পড়ার সময় থেকে ব্যবসা শুরু করেন। নিজের জীবনের কাহিনীই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন নাজিম। ২০১৮ সালে প্রথমবার বাড়ির ছাদে দুটো বাক্সে মৌমাছি পালন শুরু করেন। পরের বছরই সরকারের তরফে ৫০ শতাংশ ছাড়ে ২৫ বাক্স মৌমাছি কেনেন। সেখান থেকেই ধীরে ধীরে ব্যবসায় উন্নতি। এক বছরের মধ্যে ২০০ বাক্স মৌমাছি পালন করেন নাজিম। সরকারের তরফে ৫ লক্ষ টাকা সাহায্য় পেয়ে নিজের ব্যবসার ওয়েবসাইট খোলেন। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি।

Advertisement

[আরও পড়ুন: নির্বাচনী বন্ডের তথ্য দিতে দেরি! স্টেট ব্যাঙ্কের বিরুদ্ধে অবমাননার মামলা সুপ্রিম কোর্টে

গত বছর ৫ হাজার কেজি মধু বিক্রি করেছেন পুলওয়ামার এই তরুণ। এখন তাঁর অধীনে মোট ১০০ জন কর্মী কাজ করেন। কাশ্মীরি (Kashmir) এই তরুণের ব্যবসার কাহিনী শুনে মুগ্ধ হন প্রধানমন্ত্রী স্বয়ং। তার পরেই তাঁকে ডেকে আলাদা করে কথা বলতে চান। প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল? উত্তরে নাজিম বলেন, “আমার জীবনের নানা কথা জিজ্ঞাসা করলেন। আমার বাড়ির লোক চেয়েছিল আমি যেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হই। কিন্তু আমি অন্য কিছু করতে চেয়েছিলাম।”

প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পরে একটি সেলফি তোলার অনুরোধ করেন নাজিম। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান মোদি। শুধু সেলফি তোলাই নয়, সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আমার বন্ধু নাজিমের সঙ্গে এই ছবি তোলাটা মনে থাকবে। ওর কাজ দেখে আমি মুগ্ধ। জনসভার পরে ও একটা সেলফি তুলতে চেয়েছিল। নাজিমের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। ওর আগামী দিনের সমস্ত কাজের জন্য শুভেচ্ছা জানাই।” মোদির সঙ্গে নাজিমের এই সেলফি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: বিমানের আসন থেকে গায়েব কুশন! বিরক্ত যাত্রীকে কী সাফাই সংস্থার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement