ছবি: এক্স হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কাজ মুগ্ধ করেছে প্রধানমন্ত্রীকে। ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীর সফরে গিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) স্বয়ং তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। তার পরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন কাশ্মীরি তরুণ নাজিম নাজির।
কে এই নাজিম? পুলওয়ামার (Pulwama) এই তরুণ পেশায় মধু ব্যবসায়ী। দশম শ্রেণিতে পড়ার সময় থেকে ব্যবসা শুরু করেন। নিজের জীবনের কাহিনীই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন নাজিম। ২০১৮ সালে প্রথমবার বাড়ির ছাদে দুটো বাক্সে মৌমাছি পালন শুরু করেন। পরের বছরই সরকারের তরফে ৫০ শতাংশ ছাড়ে ২৫ বাক্স মৌমাছি কেনেন। সেখান থেকেই ধীরে ধীরে ব্যবসায় উন্নতি। এক বছরের মধ্যে ২০০ বাক্স মৌমাছি পালন করেন নাজিম। সরকারের তরফে ৫ লক্ষ টাকা সাহায্য় পেয়ে নিজের ব্যবসার ওয়েবসাইট খোলেন। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি।
গত বছর ৫ হাজার কেজি মধু বিক্রি করেছেন পুলওয়ামার এই তরুণ। এখন তাঁর অধীনে মোট ১০০ জন কর্মী কাজ করেন। কাশ্মীরি (Kashmir) এই তরুণের ব্যবসার কাহিনী শুনে মুগ্ধ হন প্রধানমন্ত্রী স্বয়ং। তার পরেই তাঁকে ডেকে আলাদা করে কথা বলতে চান। প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল? উত্তরে নাজিম বলেন, “আমার জীবনের নানা কথা জিজ্ঞাসা করলেন। আমার বাড়ির লোক চেয়েছিল আমি যেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হই। কিন্তু আমি অন্য কিছু করতে চেয়েছিলাম।”
প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পরে একটি সেলফি তোলার অনুরোধ করেন নাজিম। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান মোদি। শুধু সেলফি তোলাই নয়, সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আমার বন্ধু নাজিমের সঙ্গে এই ছবি তোলাটা মনে থাকবে। ওর কাজ দেখে আমি মুগ্ধ। জনসভার পরে ও একটা সেলফি তুলতে চেয়েছিল। নাজিমের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। ওর আগামী দিনের সমস্ত কাজের জন্য শুভেচ্ছা জানাই।” মোদির সঙ্গে নাজিমের এই সেলফি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
A memorable selfie with my friend Nazim. I was impressed by the good work he’s doing. At the public meeting he requested a selfie and was happy to meet him. My best wishes for his future endeavours. pic.twitter.com/zmAYF57Gbl
— Narendra Modi (@narendramodi) March 7, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.