সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে শান্তি ফেরাতে বিছিন্নতাবাদী নেতাদের প্রায় দরজায় হাজির হয়েছিলেন তিনি৷ কিন্তু অনড় নেতৃত্ব তাঁকে প্রায় ফিরিয়ে দিয়েছেই বলা চলে৷ কাশ্মীরে বিছিন্নতাবাদী নেতাদের সর্বদল বয়কটের পর কড়া প্রতিক্রিয়া শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে৷ দ্বিধাহীনভাষায় তিনি জানিয়ে দিলেন, কাশ্মীর ভারতের ছিল এবং থাকবেও৷
কাশ্মীরে শান্তি ফেরানোর উদ্যোগে সর্বদলীয় প্রতিনিধি নিয়ে দুদিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কাশ্মীরে৷ কিন্তু প্রথম দিনেই তাঁর উদ্যোগ ব্যর্থতার মুখে পড়েছিল৷ বিছিন্নতাবাদী সংগঠনগুলির সমণ্বয়কারী নেতা গিলানি রবিবারও বৈঠকে যোগ না দেওয়ার ব্যাপারে অনড় থাকেন৷ প্রতিনিধি দলকে তাঁর দরজা থেকে ফিরে আসতে হয়৷ আর এরপরই কড়া প্রতিক্রিয়া এল স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে৷ জানালেন, সকলেই চাইছেন কাশ্মীরে পরিস্থিত স্বাভাবিক হোক৷ কিন্তু কথা বলতে গেলেও যদি কেউ কথা বলতে না চান, তার অর্থ তাঁরা না জানেন মনুষত্ব, না তাদের কাশ্মীর নিয়ে কোনও আবেগ আছে৷ আজাদ কাশ্মীর চাওয়া বিক্ষোভকারীদের বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সাফ জানিয়ে দিলেন, কাশ্মীর ভারতের ছিল এবং আগামিদিনে তাই-ই থাকবে৷ এখনও যে তিনি সকল দলের সঙ্গে কথা বলে কাশ্মীরে শান্তি ফেরাতে চান তাও পরিষ্কার করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.