সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরমে-গরমে কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরাতে চাইছে দিল্লি। একদিকে আলোচনার জন্য বিশেষ দূত, অপরদিকে সেনাকে পূর্ণ স্বাধীনতা। এই দ্বিমুখী কৌশলেই সন্ত্রাসবাদ নির্মূলের পথে হাঁটছে কেন্দ্র। এর ফলও মিলছে ব্যাপকভাবে। ভূস্বর্গে এবার নিকেশ করা গেল জইশ-ই-মহম্মদের কুখ্যাত জঙ্গি বাবরকে।
J&K: The terrorist who was gunned down in the encounter at Pulwama’s Samboora village belonged to JeM & was named Badar.
— ANI (@ANI) November 3, 2017
সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই পুলওয়ামায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয় প্রবল গুলির লড়াই। ওই সংঘর্ষে নিকেশ হয় জইশের কুখ্যাত জঙ্গি বাবর। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন দুই জওয়ানও। সেনার কাছে খবর ছিল, পামপোরের সামবুরা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি ঘাপটি মেরে রয়েছে। তারপরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ-এর যৌথবাহিনী। তল্লাশি শুরুর সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিরা সেনার ওপর গুলি চালায়। পালটা অভিযানে নিকেশ হয় বাবর। ওই অপারেশনে শহিদ হন ২ জওয়ান। সিআরপিএফের এক জওয়ান আহত হন। এলাকায় এখনও গা ঢাকা দিয়ে রয়েছে ২ জঙ্গি। গোটা এলাকায় সেনার চিরুনি তল্লাশি অভিযান চলছে।
Pulwama (J&K) Encounter: Total 2 security personnel lost their lives in encounter w/terrorists in Samboora village, last night.
— ANI (@ANI) November 3, 2017
সংঘর্ষের পর ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও পাথর নিক্ষেপকারীদের আটকাতে পুলিশ পিকেটও বসানো হয়েছে। জানা গিয়েছে কাশ্মীরে একাধিক হামলার নেপথ্যে ছিল বাবর। পুলওয়ামায় গ্রামপ্রধানের হত্যায় জড়িত ছিল ওই জঙ্গি। উল্লেখ্য, অক্টোবরেই সেনার হাতে খতম হয় জইশের সিনিয়র কমান্ডার উমের খালিদ। বৃহস্পতিবার অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গাড়িতে জঙ্গি হামলা চলে। ২৯ অক্টোবর উত্তর কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহিদ হন জম্মু কাশ্মীর পুলিশের এসওজি-র এক জওয়ান।
[একাধিক প্রেমিকা থাকাই কাল, কাশ্মীরে খতম কুখ্যাত জইশ জঙ্গি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.