Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীর

কাশ্মীর নিয়ে গলাবাজি করে লাভ নেই, পাকিস্তানকে সাফ জবাব ভারতের 

আন্তর্জাতিক মঞ্চে গেল গেল রব তুলছে ইমরান খানের প্রশাসন৷

Kashmir an internal matter, India warns Pakistan to stay away
Published by: Monishankar Choudhury
  • Posted:August 8, 2019 2:44 pm
  • Updated:August 8, 2019 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীর নিয়ে গলাবাজি করে লাভ নেই৷ ৩৭০ রদ নিয়ে পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া বার্তা দিল  ভারত৷ বিতর্কিত ধারাটি লোপ হওয়ায় আন্তর্জাতিক মঞ্চে কার্যত হাহাকার শুরু করেছে পাকিস্তান৷ নিষ্ফল আক্রোশে নিয়ন্ত্রণরেখা বরাবর প্রচণ্ড গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা৷ পাল্লা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে গেল গেল রব তুলছে ইমরান খানের প্রশাসন৷

[আরও পড়ুন: এবার ইসলামাবাদের রাস্তাতেও পড়ল ‘অখণ্ড ভারতে’র পোস্টার]

Advertisement

গতকাল, অর্থাৎ বুধবার ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কথা ঘোষণা করে পাকিস্তান৷ ভারতের সঙ্গে বাণিজ্য ও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করেছে পাকিস্তান৷ আন্তর্জাতিক কূটনীতির ভাষায় রাষ্ট্রদূতকে বহিষ্কার করা প্রায় যুদ্ধ ঘোষণার সমান৷ এমনকি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যু তুলে ধরার জন্য তৈরি হচ্ছে ইসলামাবাদ৷ তবে পাক চিল-চিৎকারে নয়াদিল্লি যে আদৌ বিচলিত নয়, তা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দিল কেন্দ্র৷ এদিন বিবৃতিতে নয়াদিল্লি সাফ জানিয়েছে, জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ এনিয়ে পাকিস্তানের মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই৷ ৩৭০ ধারা রদ করে উপত্যকার উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে৷ তবে এতে পাকিস্তান অখুশি হবে, এটা জানা কথা৷ বরাবরই কাশ্মীরিদের ক্ষোভ কাজে লাগিয়ে ওই অঞ্চলে সন্ত্রাসবাদ উসকে দিয়েছে পড়শি দেশ৷ পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেও, উপ-মহাদেশে শান্তি বজায় রাখতে ইসলামাবাদের কাছে আরজি জানিয়েছে দিল্লি৷ 

প্রসঙ্গত, এদিন সমঝোতা এক্সপ্রেস আটকে দেয় পাকিস্তান৷ এছাড়াও, বেশ কয়েকদিন ধরে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালিয়ে যাচ্ছে পাক রেঞ্জার্সরা৷ সব মিলিয়ে, মোদি-শাহর কাশ্মীর নীতি যে ভবিষ্যতের গতিপথ পালটে দিয়েছে, এবং তার প্রভাব পড়বে তথাকথিত ‘আজাদ কাশ্মীর’-এর উপরও, তা ভালই বুঝতে পেরেছে পাকিস্তান৷ এদিকে, ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়ে সংযুক্ত আরব অমিরশাহী-সহ একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রও কৌশলে গা বাঁচিয়ে মন্তব্য করেছে৷ একমাত্র চিন লাদাখ নিয়ে আপত্তি জানালেও, দেশটির গলায় তেমন ঝাঁজ পাওয়া যায়নি৷       

[আরও পড়ুন: কাশ্মীর নিয়ে ‘ব্যাখ্যা’, আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মোদি]

                          

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement